1. khageshprati@gmail.com : khageshprati Lama : khageshprati Lama
  2. paharerkonthosor@gmail.com : পাহাড়ের কণ্ঠস্বর : পাহাড়ের কণ্ঠস্বর
  3. info@www.paharerkonthosor.com : পাহাড়ের কণ্ঠস্বর :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম:
লামায় সীমানা গাছ কাটাকে কেন্দ্র করে এক নারীকে মারধরের পর শ্লীলতাহানী লামায় সৃজিত বাগান থেকে জোরপূর্বক গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগে লামা থানায় অভিযোগ দায়ের লামায় ৭০ বছরের বৃদ্ধ কৃষকের রোপিত ১০২টি লাউ গাছের গোড়া উপড়ে ফেলে কেটে দিয়েছে দুর্বৃত্তরা লামা স্বপ্নকানন বিদ্যাপীঠ এর ২০২৫ এস.এস.সি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন জাবির বিজয়ী হয়েছেন যাঁরা লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের টেবিল টেনিস একাডেমি ভবন ও এক্সপ্যানশন ইনিশিয়েটিভ প্রোগ্রামের উদ্বোধন লামায় স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনসহ ভরন পোষণ না দেওয়া স্বামীর বিরোদ্ধে মামলার পর সংবাদ সম্মেলন করেছে স্ত্রী ডাকসু নির্বাচনে ঢাবির দুই আদিবাসী ছাত্রী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা ও সুর্মী চাকমার কর্মপরিকল্পনা প্রকাশ লামা সরকারী মাতামূহুরী ডিগ্রি কলেজে ইভটিজিং বন্ধে লামা ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি……. রুমায় ধর্ষিতা পরিবারকে কোন ভাবে এক ঘরে করা যাবে না, দেওয়া যাবেনা কোন রকম হুমকি………. লেফটেন্যান্ট কর্নেল মোঃ আলমগীর হোসেন

লামার সরই ইউনিয়নে ফেরারী এগ্রো থেকে ১০কোটি টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে একটি সুযোগ সন্ধানী সন্ত্রাসীগোষ্ঠী…. বর্তমানে লুটপাট অব্যাহত থাকায় বাগান থেকে লুটপাট বন্ধ করতে নিরুপায় হয়ে সংবাদ সম্মেলন করেছে ফেরারী এগ্রোর পক্ষে

পাহাড়ের কণ্ঠস্বর
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 35.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামাঃ

বান্দরবানের লামা উপজেলায় সরকার পরিবর্তন পর একটি সুযোগ সন্ধানী সন্ত্রাসীগোষ্ঠী লুটপাট ও তাণ্ডব চালিয়ে লামা উপজেলা সরই ইউনিয়নে ফেরারী এগ্রো নামের একটি বাগান থেকে ১০ কোটি টাকার সম্পদ লুটপাট করে নিয়ে গেছে। বর্তমানেও উক্ত এগ্রো’র বাগান থেকে লুটপাট অব্যাহত থাকায় বাগান থেকে লুটপাট বন্ধে প্রশাসনের সহায়তা চেয়ে ১৮ জানুয়ারী শনিবার লামা বাজারস্থ কুটুমবাড়ী রেষ্টুরেন্ট হল রুমে সংবাদ সম্মেলন করেছে ফেরারী এগ্রো’র পক্ষে এস্টেট অফিসার মোঃ গোলাম মোস্তফা।

সংবাদ সম্মলনে ফেরারী এগ্রোর এস্টেট অফিসার মোঃ গোলাম মোস্তফা লিখিত বক্তব্য পাঠ করে বলেন, ২০২৪ সালের জুলাই- আগষ্ট সরকার পটপরিবর্তনের পর
একটি সুযোগ সন্ধানী সন্ত্রাসীগোষ্ঠী বান্দরবান পার্বত্য জেলাধীন লামা উপজেলার সরই ইউনিয়নে প্রকাশ্যে দিবালোকে সন্ত্রাসী কায়দায় ভয়ভীতি প্রদর্শন করে ফেয়ারী এগ্রো এর গরু, ছাগল, খামারের মাছ ও বাগানের গাছসহ ১০ কোটি টাকার অধিক মূল্যের সম্পদ লুটপাট করে নিয়ে যায়। বর্তমানে ফেয়ারী এগ্রোর অবশিষ্ট বনজ ও ফলজ বাগান, গরু-ছাগল সহ আরও ১০ কোটি টাকার সম্পদ লুটপাট করার চলমান কার্যক্রম বন্ধে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার নিকট জরুরী কার্যকরী হস্তক্ষেপ চেয়েছেন ফেরারী এগ্রো’র পক্ষ থেকে।
ফেরারী এগ্রো’র এস্টেট অফিসার মোঃ গোলাম মোস্তফা বলেন, বহু অর্থ ব্যয়ে ও কায়িক পরিশ্রমে ধীরে ধীরে লামা ফেয়ারী এগ্রো এর বাগান সৃজন, মৎস্য চাষ সহ এগ্রো বেইজ উন্নয়ন মূলক কার্যক্রমের মাধ্যমে অত্র এলাকার কর্মসংস্থান ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমি এই এগ্রো কমপ্লেক্সের এস্টেট অফিসার হই। অত্র ফেয়ারী এগ্রোতে শতাধিক কর্মচারী নিয়মিত কাজ করছে। স্থানীয় জনসাধারণ এই কমপ্লেক্সের মাধ্যমে উপকারভোগী হিসেবে নিয়োজিত রয়েছে।

তিনি এ সময় আরো বলেন, গত জুলাই-আগষ্ট ২০২৪ বিপ্লবের পর একটি সুযোগ সন্ধানী সন্ত্রাসীগোষ্ঠী লুটপাটের তাণ্ডব চালায়। চিহ্নিত এইসব লুটপাটকারীগণ খামারের প্রায় ২০০ শত উন্নত জাতের গরু, যাহার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা, মৎস্য গোধার মাছ, যাহার আনুমানিক মূল্য ১ কোটি টাকা, কয়েকশত ছাগল, যাহার আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা, হাঁস-মুরগি, যাহার আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা লুটপাট করে নিয়ে নিয়ে যায়। লুটপাটকারীগণ এই ফেয়ারী এগ্রো কমপ্লেক্সের ২০০ শত একর জায়গার মূল্যবান কাঠ কর্তন করে নিয়ে গেছে। যাহার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। এই পর্যন্ত চিহ্নিত লুটপাটকারী সন্ত্রাসীগণ ১০ কোটি টাকার অধিক মূল্যের সম্পদ লুটপাট করে নিয়ে গেছে। আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনকে আমরা সময়ে সময়ে এই সকল বিষয়গুলো অভিযোগ আকারে জানিয়েছি। বর্তমানে স্থানীয় ও বহিরাগত স্বশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে গাছ কর্তন করে গাড়িযোগে সড়ক পথে দেশের বিভিন্ন স্থানে পাচার করছে। বর্তমানেও গাছ কর্তন করে পাচার অব্যাহত রেখেছে। শেখ আহাম্মদ গুন্নু নামক একজন লুটপাটকারী তার গাড়ি নং- ঢাকা ল-২১৮ যোগে আমাদের বাগানের গাছ কর্তন করে পাচারকালে লামা বন বিভাগ গাড়িটি জব্দ করেছে। প্রতিদিন অসংখ্য গাড়িযোগে কাঠ কর্তন করে পাচার অব্যাহত রেখেছে।

এ এস্টেট অফিসার মোঃ গোলাম মোস্তফা ফেরারী এগ্রো’র নিরাপত্তা নিশ্চিত করতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার নিকট চেয়েছেন। এ সময় অভিযোগ করেন, বর্তমানে ফেয়ারী এগ্রোতে অবশিষ্ট গাছ ও গরু সহ অন্যান্য ফলজ ও বনজ বাগানের প্রায় ১০ কোটি টাকার মূল্যের সম্পদ লুটপাট করার অপচেষ্টা অব্যাহত রাখায় এবং লুটপাটকারীরা ফেয়ারী এগ্রো কমপ্লেক্সের নিরাপত্তার কাজে নিয়োজিত কর্মচারী ও অন্যান্য দায়িত্বকারী লোকজনকে বাগান ছেড়ে চলে যাওয়ার জন্য মারাত্মক হুমকি ও ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছে। বর্তমানে বাগানের কর্মকর্তা ও কর্মচারীগণ চরম ভাবে নিরাপত্তাহীনতায় ভোগছে। আরও অবহিত করা যাচ্ছে যে, এই সকল লুটপাটকারীরা অন্তবর্তী সরকারকে চরম ভাবে বিতর্কিত করার জন্য এই লুটপাট কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে আমরা মনে করি। উপরোক্ত লুটপাটকারীগণ ফেয়ারী এগ্রো কমপ্লেক্সে সন্ত্রাসী কায়দায় ত্রাসের রাজত্ব কায়েম করে যাচ্ছে। তারা বলে বেড়াচ্ছে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণে। এমতাস্থায়, আইন প্রয়োগকারী সংস্থা যদি তাদের লুটপাট বন্ধে এগিয়ে না আসে তবে এই লুটপাটের দ্বারা বন্ধ করা সম্ভব হবে না। উপরোক্ত লুটপাটকারীগণ ফেয়ারী এগ্রো কমপ্লেক্সে সন্ত্রাসী কায়দায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আমরা এই সকল লুটপাটের বিষয়ে এবং গাছ কাটার বিষয়ে প্রতিটি মুহুর্তে লামা থানার অফিসার ইনচার্জ, কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ, লামা বন বিভাগের কর্মকর্তাসহ আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করে যাচ্ছি। লিখিত ভাবে থানায় এজাহার দায়ের করেছি। নিরুপায় হয়ে ফেরারী এগ্রো’র সম্পদ রক্ষায় সরকারী ও প্রশাসনের দৃষ্টিগোচর করার জন্য সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হয়েছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।