1. khageshprati@gmail.com : khageshprati Lama : khageshprati Lama
  2. paharerkonthosor@gmail.com : পাহাড়ের কণ্ঠস্বর : পাহাড়ের কণ্ঠস্বর
  3. info@www.paharerkonthosor.com : পাহাড়ের কণ্ঠস্বর :
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
লামা বাজারে গভীর রাতে এক কাপড়ের দোকানের তালা ভেঙ্গে ৩৪ লক্ষ টাকার মালামাল লুটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের পর সংবাদ সম্মেলন করেছে লামায় অসহায় নারীর ভোগদখলীয় জমি জোরপূর্বক জবর দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নুর নাহার বমুবিলছড়ি ইউনিয়নে ১০শতক জমির দখল নিয়ে সংঘর্ষে ধারালো দায়ের কুপে উভয় পক্ষের ৬জন গুরুতর আহত লামায় খালের পাড় থেকে অবৈধ ভাবে এক্সাভেটর দিয়ে মাটি কাটার অপরাধে এক ব্যাক্তিকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে সাংবাদিকের সঙ্গে প্রেম করার যে ১১ সুবিধা মারাইংতং পাহাড়ে ভূমি দস্যু হেডম্যান মংক্যনু মার্মা ও উঃ উইচারা ভান্তে সাঙ্গু মৌজার গরীব ম্রো জনগোষ্ঠীর জুম চাষের ভূমি জবর দখল করার প্রতিবাদে লামায় মানববন্ধন এইচএসসি’তে বান্দরবান জেলায় একমাত্র শতভাগ পাশ কোয়ান্টাম কসমো কলেজ, ৬২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ (A+) পেয়েছে ৩১ জন এবং A পেয়েছে ৩১ জন লামায় মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয় পেলেন ভূমিহীন পরিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থী শরিফুল ইসলাম লামায় নদীতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ

বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বুধবার লামা সফরে আসছেন ★★ যে সব প্রত্যাশা করছেন লামা উপজেলাবাসী…

পাহাড়ের কণ্ঠস্বর
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

 

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন,লামাঃ

আগামী ২২ জানুয়ারী ২০২৫ইং রোজ বুধবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জনাব, অধ্যাপক থানজামা লুসাই এক দিনের সফরে লামা উপজেলায় আসছেন। জুলাই- আগষ্ট/২০২৪ বিপ্লবের পর অন্তর্বতী সরকারের অধীনে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান পদে নিযুক্ত হন। দায়িত্ব নেওয়ার পর আনুষ্ঠানিক ভাবে এক দিনের সরকারী সফরে তিনি লামা উপজেলাশয় আসছেন।

লামা উপজেলায় সফর উপলক্ষে জনগণের প্রত্যাশাঃ

★ সরকারী মাতামুহুরী কলেজে অনার্স মাস্টার্স চালু।

★লামা সিনিয়র ফাজিল(ডিগ্রি) মাদ্রাসায় কামেল(মাস্টার্স) চালু।

★লামা মহিলা কলেজ চালু।

★দরিদ্র ও অবহেলিত পাহাড়ী- বাঙ্গালী ছাত্র-ছাত্রীদের জন্য ছাত্রাবাস নির্মান।

★লামা উপজেলায় ভূমি বিরোধ দ্রুত
নিস্পতির জন্য দেওয়ানী আদালত তথা
সহকারী জজ আদালত চালু।

★লামা কে পর্যটন শিল্প নগরী ঘোষণা।

★বিগত স্বৈরশাসক আওয়ামী লীগের
দোসর, দালাল ও দুর্নীতিবাজদের আইনের
আওতায় আনা ও বিচারের সম্মুখীন করা।

★লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০
শয্যায় উন্নীত করা।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের তিন মাস পর অন্তর্বর্তীকালীন সরকারের বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান হন অধ্যাপক থানজামা লুসাই। গেলো বছরের ৭ নভেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চেয়ারম্যানসহ ১৫ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের জেলা পরিষদ গঠিত হয়।

এর আগে তিনি ২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সকারের আমলেও অধ্যাপক থানজামা লুসাই বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান লামা উপজেলাশ সফরে আসছেন এ সংবাদটি উপজেলাবাসীর কাছে পৌছে যায়। এর পর শুরু হয় উপজেলার জন্য যৌক্তিক প্রত্যাশার আলোচন। বিষয়টি নিয়ে পার্বত্য অঞ্চলের অনলাইন পোর্টাল “পাহাড়ের কন্ঠস্বর” কথা বলে লামা উপজেলার সচেতন মানুষদের সাথে। ৯০ শতাংশ মানুষ উপজেলার জন্য উল্ল্যেখিত প্রত্যাশা বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান জনাব, অধ্যাপক থানজামা লুসাই এর কাছে প্রত্যাশা করছেন।

এ ছাড়া প্রবীন সাংবাদিক এম রূহুল আমীন জানান, লামাবাসী পূর্ব থেকে উন্নয়ন বঞ্চিত হয়ে আছে। জনসংখ্যা অনুসারে উপজেলা ভিত্তিক উন্নয়ন পরিক্রমায় রাজনৈতিক নেতাদের পক্ষপাতিত্বমূলক আচরণে লামা উপজেলা উন্নয়ন থেকে বঞ্চিত থেকে যায়। তাই, জেলার বৃহত্তর জনসংখ্যার এ উপজেলায় উন্নয়ন করার লক্ষে মাননীয় চেয়ারম্যান মহোদয় একটু সু-দৃষ্টি দিলে লামা উপজেলা অনেক এগিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।