1. khageshprati@gmail.com : khageshprati Lama : khageshprati Lama
  2. paharerkonthosor@gmail.com : পাহাড়ের কণ্ঠস্বর : পাহাড়ের কণ্ঠস্বর
  3. info@www.paharerkonthosor.com : পাহাড়ের কণ্ঠস্বর :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
লামায় সীমানা গাছ কাটাকে কেন্দ্র করে এক নারীকে মারধরের পর শ্লীলতাহানী লামায় সৃজিত বাগান থেকে জোরপূর্বক গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগে লামা থানায় অভিযোগ দায়ের লামায় ৭০ বছরের বৃদ্ধ কৃষকের রোপিত ১০২টি লাউ গাছের গোড়া উপড়ে ফেলে কেটে দিয়েছে দুর্বৃত্তরা লামা স্বপ্নকানন বিদ্যাপীঠ এর ২০২৫ এস.এস.সি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন জাবির বিজয়ী হয়েছেন যাঁরা লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের টেবিল টেনিস একাডেমি ভবন ও এক্সপ্যানশন ইনিশিয়েটিভ প্রোগ্রামের উদ্বোধন লামায় স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনসহ ভরন পোষণ না দেওয়া স্বামীর বিরোদ্ধে মামলার পর সংবাদ সম্মেলন করেছে স্ত্রী ডাকসু নির্বাচনে ঢাবির দুই আদিবাসী ছাত্রী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা ও সুর্মী চাকমার কর্মপরিকল্পনা প্রকাশ লামা সরকারী মাতামূহুরী ডিগ্রি কলেজে ইভটিজিং বন্ধে লামা ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি……. রুমায় ধর্ষিতা পরিবারকে কোন ভাবে এক ঘরে করা যাবে না, দেওয়া যাবেনা কোন রকম হুমকি………. লেফটেন্যান্ট কর্নেল মোঃ আলমগীর হোসেন

লামার মিরিঞ্জা মেঘ পাহাড় এ সময়ের সেরা একটি পর্যটন স্পট………… বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই

পাহাড়ের কণ্ঠস্বর
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বুধবার সরকারী সফরে লামা উপজেলা পরিদর্শন করেছে। তিনি এ সময়  লামা উপজেলা নির্বাহী অফিসারের কার্যলিয়ে উপস্থিতি এবং উপজেলা হল রুমে লামা উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও কর্মকর্তা, সুশীল সমাজ ও বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।

মিরিঞ্জা ভ্যালীর মেঘ ও পাহাড়ের নিবিড় আলিঙ্গন ভ্রমণপিপাসুদের দারুন একটা স্পট।পাহাড়, অরণ্য ও সমুদ্রপ্রেমী এই তিন শ্রেণির পরিব্রাজকদের জন্য সেরা গন্তব্য এখন বান্দরবানের লামার মিরিঞ্জা পাহাড়। অনেকে মিরিঞ্জাকে দ্বিতীয় সাজেক বলছেন। অতি অল্প সময়ে মিরিঞ্জা দেশের পর্যটনখাতে হটস্পট হিসেবে পরিচিত লাভ করেছে। সারা দেশের ভ্রমণপিপাসু মানুষ হুমড়ি খেয়ে পড়লেও মিরিঞ্জাতে টুরিস্টদের জন্য সেইভাবে সুযোগ সুবিধা এখনো গড়ে উঠেনি। এখানে পানি, রাস্তা, বিদ্যুৎ ও ময়লা নিষ্কাশনের ব্যবস্থা জরুরি। এইসব জরুরি নাগরিক সেবা নিশ্চিত করতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কাজ করবে।

বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় লামার পর্যটন মিরিঞ্জা ভ্যালি পরিদর্শনকালে এইসব কথা বলেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

অধ্যাপক থানজামা লুসাই লামার মিরিঞ্জা পৌঁছালে লামা পর্যটন মালিক সমিতির নেতৃবৃন্দরা ঊনাকে এবং তাঁর সফরসঙ্গী জেলা পরিষদের সদস্যদের লাল গালিচার মাধ্যমে ফুল দিয়ে বরণ করেন। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। জেলা পরিষদ চেয়ারম্যান ফিতা কেটে মিরিঞ্জা ভ্যালি এলাকার শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম, ম্যা ম্যা নু, এ্যাডভোকেট উবাথোয়াই মার্মা, এ্যাডভোকেট মাধবী মার্মা, খুরশিদা ইসহাক, লামা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রূপায়ণ দেব, লামা পর্যটন মালিক সমিতির আহবায়ক- দেলোয়ার হোসেন রফিক, যুগ্ম আহবায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম, সদস্য সচিব সাদেকুল মাওলা ইরাকসহ প্রমূখ।

জেলা পরিষদ চেয়ারম্যান আরো বলেন, মিরিঞ্জা ভ্যালির মেঘ ও পাহাড়ের নিবিড় আলিঙ্গন ভ্রমণপিপাসুদের বারবার মনে করিয়ে দেয় সাজেকের কথা। এখানকার জুমঘরগুলোর যে কোনোটিতে একটি রাত কাটানো সারা জীবনের জন্য অবিস্মরণীয় এক স্মৃতি হয়ে থাকবে। সবুজ বনে আচ্ছাদিত সুবিশাল পাহাড় আর সীমান্তরেখায় সমুদ্রের উত্তাল জলরাশি ট্রেকিংয়ের ক্লান্তিকে নিমেষে ভুলিয়ে দেয়। মিরিঞ্জাকে পরিকল্পিত একটি পর্যটন স্পট করতে সামগ্রিক কাজ করবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।

লামা পর্যটন মালিক সমিতির পক্ষ থেকে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইকে পর্যটন এলাকায়, রাস্তা, বিদ্যুৎ, ময়লা নিষ্কাশন, পানির ব্যবস্থাসহ নানামুখী পদক্ষেপ গ্রহণের জন্য লিখিত আবেদন করা হয়।

এদিকে দুপুরে লামা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সুশীল সমাজ ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিদের সাথে জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই মহোদয়ের মতবিনিময় সভায় মিলিত হয়। বিকেলে চেয়ারম্যান লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরিদর্শন করবেন।

বান্দরবান মেঘলাস্থ সরকারী বাসভবন হতে ফাসিয়াখালী হয়ে লামা উপজেলার উদ্দেশ্যে বান্দরবান সদর ত্যাগ উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকায় অবস্থিত জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউট ও আশ্রমে শীতবস্ত্র বিতরণ করেন।

এ  কার্যক্রম শেষ লামা পর্যটন মালিক সমিতির পক্ষ থেকে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই কে ফুল দিয়ে বরণ করেন। এ সময় লামার মিরিঞ্জা পর্যটন এলাকায় রাস্তা, বিদ্যুৎ, ময়লা নিষ্কাশন, পানির ব্যবস্থা সহ উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণে আবেদন আশ্বাসদেন।

লামা উপজেলা নির্বাহী অফিসারের কার্যলিয়ে উপস্থিতি এবং উপজেলা হল রুমে লামা উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সুশীল সমাজ ও বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় যোগদান দেন।

মতবিনিয় সভাশেষে লামা উপজেলায় পরিষদ কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্প পরিদর্শন করেন। তিনি বিকালে লামা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার এতিমখানার শিশুদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগদান।

জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই আগামীকাল বৃহস্প্রতিবার আলীকদম উপজেলা সফর করবেন। তিনি  রাতে বাত্রিযাপন করবেন লামা ব্রিটিশ আমেরিকা টোবাকো রেস্টহাউজে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।