1. khageshprati@gmail.com : khageshprati Lama : khageshprati Lama
  2. paharerkonthosor@gmail.com : পাহাড়ের কণ্ঠস্বর : পাহাড়ের কণ্ঠস্বর
  3. info@www.paharerkonthosor.com : পাহাড়ের কণ্ঠস্বর :
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
লামা বাজারে গভীর রাতে এক কাপড়ের দোকানের তালা ভেঙ্গে ৩৪ লক্ষ টাকার মালামাল লুটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের পর সংবাদ সম্মেলন করেছে লামায় অসহায় নারীর ভোগদখলীয় জমি জোরপূর্বক জবর দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নুর নাহার বমুবিলছড়ি ইউনিয়নে ১০শতক জমির দখল নিয়ে সংঘর্ষে ধারালো দায়ের কুপে উভয় পক্ষের ৬জন গুরুতর আহত লামায় খালের পাড় থেকে অবৈধ ভাবে এক্সাভেটর দিয়ে মাটি কাটার অপরাধে এক ব্যাক্তিকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে সাংবাদিকের সঙ্গে প্রেম করার যে ১১ সুবিধা মারাইংতং পাহাড়ে ভূমি দস্যু হেডম্যান মংক্যনু মার্মা ও উঃ উইচারা ভান্তে সাঙ্গু মৌজার গরীব ম্রো জনগোষ্ঠীর জুম চাষের ভূমি জবর দখল করার প্রতিবাদে লামায় মানববন্ধন এইচএসসি’তে বান্দরবান জেলায় একমাত্র শতভাগ পাশ কোয়ান্টাম কসমো কলেজ, ৬২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ (A+) পেয়েছে ৩১ জন এবং A পেয়েছে ৩১ জন লামায় মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয় পেলেন ভূমিহীন পরিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থী শরিফুল ইসলাম লামায় নদীতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ

সেনাবাহিনীর সহায়তায় রুমা ও থানচি থেকে পালিয়ে যাওয়ার বম পরিবারের ২৬ জন ফিরল নিজ গ্রামে

পাহাড়ের কণ্ঠস্বর
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

 

অনুপম মারমা, নিজস্ব প্রতিবেদক,থানচি,বান্দরবান থেকেঃ

সেনা সহায়তায় দীর্ঘ দশ মাস পর বান্দরবানের রুমা ও থানচি দুই উপজেলা সীমান্তে রেমাক্রী প্রাংসা ইউনিয়নের বাকলাই বম পাড়ার ১০টি পরিবারের ২৬ জন সদস্য নিজ বাড়িতে ফিরেছে। বুধবার ২২ জানুয়ারী দুপুরে রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ৬ নংম্বার ওয়ার্ডে বাকলাই বম পাড়ায় প্রবেশ করেন তারা।
এ সময় পাড়াবাসীকে বাকলাই সেনাবাহিনীর সাব জোন ক্যাম্পের সেনা সদস্যরা সুস্বাদু খাওয়া খাওয়ানো হয়।
বাকলাই বম পাড়াবাসী জানায়, ২০২৪ সালে এপ্রিল মাসে উপজেলার সোনালী ও কৃষি ব্যাংক দুইটিতে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যরা ভর দুপুরে ডাকাতি চালাই এবং পরবর্তীতে বাকলাই পাড়া সেনা সাব জোন ক্যাম্পে সেনা সদস্যরা শসস্ত্র কুকিচিংদের আস্তানায় আটক করতে অভিযানের মাঠে নামলে একই মাসের কুকিচিং সদস্যদের সাথে সেনাবাহিনীর সদস্যদের সাথে পাহাড়ে বাকলাই পাড়া আশে পাশে বন্দু যুদ্ধে দুইজন কুকিচিং সদস্য নিহত হয়। পরে সেনাবাহিনীও কেএনএফের আস্তানায় পাল্টা অভিযান চালালে গোলাগুলিতে সেখানকার স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ওই সময় নিরাপদে আশ্রয় নিতে মোট ৩৮ টি পরিবার বিভিন্ন স্থানে পালিয়ে যায়।
পরিস্থিতি স্বাভাবিক মনে হওয়ার কারণে সেনাবাহিনীর তত্ত্বাবধানের ১০টি বম পরিবারের ২৬ জন সদস্য আজ বাড়িতে ফিরেছে।

বাকলাই বমপাড়ার বাসিন্দা জোয়ার মনি বম (৬২) বলেন, ‘কেএনএফ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমস্যার কারণে আমরা দীর্ঘ নয়- দশ মাস যাবৎ বনজঙ্গলে, বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয়ে ছিলাম। আজকে বাড়িতে ফিরতে পেরে খুব খুশি লাগছে।’

বাকলাই বম পাড়ার আরেক সদস্য জিলি বম (৩৭) বলেন, ‘প্রায় ১০ মাস বনজঙ্গলে পালিয়ে খুব কষ্টে দিন কাটাতে হয়েছে। অনেক দিন পর নিজ পাড়ার বসতভিটায় ফিরতে পেরেছি। এত আনন্দ বলার মতো না।’

বসতবাড়িতে ফিরে আসা লালমিনসাং বম বলেন, দীর্ঘ নয় – দশ মাস আগে তাঁরা পাড়া ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল। সেনাবাহিনীর সহযোগিতায় নিজ বাড়ি বাকলাই পাড়ায় ফিরতে পেরে খুব আনন্দবোধ করছেন।

২০২২ সালে ২২ জুন তৎকালীন পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে পরিষদ চেয়ারম্যান ও শান্তি প্রতিষ্ঠা কমিটির আহ্বায়ক শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে ১৮ সদস্যের কমিটি গঠন করেন। একই বছরে ১৯ জুলাই, ৪ আগস্ট, ২১ সেপ্টেম্বর পৃথক স্থান থেকে শান্তি প্রতিষ্ঠা কমিটির ১০ সদস্য ও কেএনএফের চার সদস্য ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন। ২০২৩ সালে ৫ নভেম্বর সরাসরি তাঁদের প্রথম বৈঠক হয়। ওই বৈঠকে সমঝোতা স্মারক সম্পন্ন করেন। এর পর ২০২৪ সালে ২রা এপ্রিল থানচি উপজেলা সদরে কৃষি ও সোনালী ব্যাংকের ডাকাতি পরবর্তীতে সেনা বাহিনীর অভিযান অব্যাহত থাকে। অভিযানের এই প্রথম ১০ পরিবারের নারী, পুরুষ, শিশুসহ মোট ২৬ জন ফিরলেন নিজেদের বাড়ি বাকলাই পাড়ায়।

বাকলাই সেনা সাব জোন ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন মঈন বলেন , বাকলাই পাড়ার অবস্থান পাহাড়ি ও দুর্গম এরিয়ায়। তাই বিশ্বস্ত সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহের পাশাপাশি তাদের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। এ ছাড়া তাদের সর্বাত্মক সহযোগিতা করারও আশ্বাস দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।