1. khageshprati@gmail.com : khageshprati Lama : khageshprati Lama
  2. paharerkonthosor@gmail.com : পাহাড়ের কণ্ঠস্বর : পাহাড়ের কণ্ঠস্বর
  3. info@www.paharerkonthosor.com : পাহাড়ের কণ্ঠস্বর :
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
লামা বাজারে গভীর রাতে এক কাপড়ের দোকানের তালা ভেঙ্গে ৩৪ লক্ষ টাকার মালামাল লুটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের পর সংবাদ সম্মেলন করেছে লামায় অসহায় নারীর ভোগদখলীয় জমি জোরপূর্বক জবর দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নুর নাহার বমুবিলছড়ি ইউনিয়নে ১০শতক জমির দখল নিয়ে সংঘর্ষে ধারালো দায়ের কুপে উভয় পক্ষের ৬জন গুরুতর আহত লামায় খালের পাড় থেকে অবৈধ ভাবে এক্সাভেটর দিয়ে মাটি কাটার অপরাধে এক ব্যাক্তিকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে সাংবাদিকের সঙ্গে প্রেম করার যে ১১ সুবিধা মারাইংতং পাহাড়ে ভূমি দস্যু হেডম্যান মংক্যনু মার্মা ও উঃ উইচারা ভান্তে সাঙ্গু মৌজার গরীব ম্রো জনগোষ্ঠীর জুম চাষের ভূমি জবর দখল করার প্রতিবাদে লামায় মানববন্ধন এইচএসসি’তে বান্দরবান জেলায় একমাত্র শতভাগ পাশ কোয়ান্টাম কসমো কলেজ, ৬২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ (A+) পেয়েছে ৩১ জন এবং A পেয়েছে ৩১ জন লামায় মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয় পেলেন ভূমিহীন পরিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থী শরিফুল ইসলাম লামায় নদীতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

পাহাড়ের কণ্ঠস্বর
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট পত্রিকায় ‘লামায় স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ’, ‘সেবা প্রার্থীদের গায়ে গন্ধ’ ও ‘স্বাস্থ্য কর্মকর্তার স্বেচ্ছাচারিতায় ক্ষুব্ধ জনতা’-শিরোনামে প্রকাশিত প্রতিবেদন আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রনোদিত। একটি মহল নিজেদের উদ্দেশ্য হাসিলে ব্যর্থ হয়ে সাংবাদিকদের মিথ্যা তথ্য পরিবেশন করে আমাকে সামাজিক, দাপ্তরিক ও পারিবারিকভাবে হেয়প্রতিপন্ন করতেই প্রতিবেদনটি প্রকাশ করিয়েছেন মাত্র। প্রকৃত ঘটনা হচ্ছে, সমাজসেবা কার্যালয়’র অধীনে রোগী কল্যাণ সমিতির আওতায় বিনামূল্যে ঔষধ প্রদানের ক্ষেত্রে আমার দপ্তর হতে প্রদত্ত ব্যবস্থাপত্র অনুসারে ঔষধ সরবরাহ করা হয় এবং প্রতিমাসের সরবরাহকৃত ঔষধের বিল পরবর্তী মাসের ৫ তারিখের মধ্যে দাখিল করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়। কিন্তু উপজেলা সমাজসেবা কার্যালয় তা না করে, বিগত ৯ মাসের বিল একসাথে দাখিল করেন। প্রদত্ত বিলে ১৩৯জন রোগী দেখানো হলেও ব্যবস্থাপত্র রয়েছে ১১২ জন রোগী। হিসেবে গড়মিল হওয়ায় বিলসমূহ অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য রাখা হয়। এছাড়াও রোগী কল্যাণ সমিতির কার্যক্রম বিষয়ে জানতে চাওয়ায় মূলত সমাজসেবা দপ্তর আমার উপর ক্ষিপ্ত হন। আমাকে বিভিন্নভাবে বিলে স্বাক্ষর প্রদানের জন্য সংশ্লিষ্ট ঔষধ সরবরাহকারী প্রতিষ্ঠান এবং উপজেলা সমাজসেবা কার্যালয় হতে চাপ প্রয়োগ করা হয়। কোন সেবা গ্রহিতা কাগজে সনাক্ত স্বাক্ষর নিতে গেলে তাদের গায়ের গন্ধ নিয়ে নানান অজুহাতে সেবা প্রার্থীদের সাক্ষাত ও প্রয়োজনীয় সই না দিয়ে ফেরত পাঠানো হয়, এমন অভিযোগ মোটেই সত্য নয়। আমি দাপ্তরিক কাজের পাশাপাশি সম্মানিত জনসাধারণের সেবা সহজীকরণের লক্ষ্যে সদাশয় সরকারের নির্দেশনা মোতাবেক লামা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর’র অতিরিক্ত দায়িত্ব পালন করতেছি। জনসাধারণ সেবা প্রাপ্তির জন্য পৌরসভা কার্যালয় হতে সংশ্লিষ্ট সেবা প্রাপ্তির নির্ধারিত ফরম গ্রহণ পূর্বক আবেদন করে থাকেন। ফরমের সাথে সেবার ধরণ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করার জন্য নির্দেশনা সম্বলিত একটি টোকেনও দেয়া হয়। সুপারিশ প্রদানের ক্ষেত্রে সকল কাগজপত্র যাচাই পূর্বক আমার দপ্তর সুপারিশ প্রদান করে থাকেন। সেবা গ্রহিতার আবেদনপত্রের সাথে সংযুক্ত কাগজপত্র সঠিক না থাকলে, সেগুলো ফেরত পাঠানো হয়। প্রতিটি আবেদনপত্রে কি কি অসম্পূর্ণ রয়েছে তা আবেদনপত্রের উপর সুনির্দিষ্ট নোট দেয়া হয়। যেহেতু দাপ্তরিক কাজের পাশাপাশি পৌর কাউন্সিলর’ দায়িত্ব পালন করতেছি, সেহেতু সেবা গ্রহিতাগণের আবেদন সমূহ যথাযথভাবে যাচাই পূর্বক স্বাক্ষর প্রদানের জন্য অফিস ফাইলে দেয়ার অনুরোধ করা হয়। আমি গাইনী এন্ড অব্স বিষয়ে এম.এস ডিগ্রীধারী। গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারী এবং সিজারিয়ান সেবা প্রদানে অভ্যস্ত। কাজেই গায়ের গন্ধ নিয়ে নানান অজুহাতে সেবা গ্রহিতাদের ফিরিয়ে দেওয়ার বিষয়টিও সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রনোদিত ও প্রপাগন্ডা ছাড়া আর কিছুই নয়। আমি এহেন মিথ্যা তথ্য সম্বলিত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রতিবাদকারী-
এখিং মারমা
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
লামা, বান্দরবান পার্বত্য জেলা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।