1. khageshprati@gmail.com : khageshprati Lama : khageshprati Lama
  2. paharerkonthosor@gmail.com : পাহাড়ের কণ্ঠস্বর : পাহাড়ের কণ্ঠস্বর
  3. info@www.paharerkonthosor.com : পাহাড়ের কণ্ঠস্বর :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
লামায় সীমানা গাছ কাটাকে কেন্দ্র করে এক নারীকে মারধরের পর শ্লীলতাহানী লামায় সৃজিত বাগান থেকে জোরপূর্বক গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগে লামা থানায় অভিযোগ দায়ের লামায় ৭০ বছরের বৃদ্ধ কৃষকের রোপিত ১০২টি লাউ গাছের গোড়া উপড়ে ফেলে কেটে দিয়েছে দুর্বৃত্তরা লামা স্বপ্নকানন বিদ্যাপীঠ এর ২০২৫ এস.এস.সি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন জাবির বিজয়ী হয়েছেন যাঁরা লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের টেবিল টেনিস একাডেমি ভবন ও এক্সপ্যানশন ইনিশিয়েটিভ প্রোগ্রামের উদ্বোধন লামায় স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনসহ ভরন পোষণ না দেওয়া স্বামীর বিরোদ্ধে মামলার পর সংবাদ সম্মেলন করেছে স্ত্রী ডাকসু নির্বাচনে ঢাবির দুই আদিবাসী ছাত্রী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা ও সুর্মী চাকমার কর্মপরিকল্পনা প্রকাশ লামা সরকারী মাতামূহুরী ডিগ্রি কলেজে ইভটিজিং বন্ধে লামা ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি……. রুমায় ধর্ষিতা পরিবারকে কোন ভাবে এক ঘরে করা যাবে না, দেওয়া যাবেনা কোন রকম হুমকি………. লেফটেন্যান্ট কর্নেল মোঃ আলমগীর হোসেন

রুমায় বাসের ধাক্কায় ৪র্থ শ্রেণীর একস্কুল ছাত্র নিহত

পাহাড়ের কণ্ঠস্বর
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

রুমা প্রতিনিধিঃ
বান্দরবানের রুমা বাজারে বাসের ধাক্কায় এক স্কুলছাত্র মারা গেছে। মাতৃহারা নিহত এ ছাত্রের নাম মথি ত্রিপুরা (৯)। রুমা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অসিরামপাড়ার বাসিন্দা দিনমজুর রোদিয়া ত্রিপুরার সন্তান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বেলা ১টায় রুমা বাজার সংলগ্নে রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে চিপা রাস্তায় চালক বাসটি ঘুরাচ্ছিলো। এ সময় বাসটি ইউনিয়ন পরিষদের ওয়ালে চাপা দেয় শিশুটিকে। ঘটনাস্থলে শিশুটি মারা যায়। শিশুটি তখন স্কুল গেট থেকে বেরিয়ে আসছিল।

বিদ্যালয়ের সংশ্লিষ্টরা জানায়, বাসের ধাক্কায় মারা যাওয়া শিশুটি চতুর্থ শ্রেণীতে পড়ালেখা করে। অন্যদের মতো ছুটি হওয়ার পর ব্যাগ নিয়ে আবাসিক হোস্টেল যাচ্ছিল। কিন্তু ঘাতক বাসটি প্রাণ কেড়ে নিল কোমলমতি শিশু ছাত্রটির।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী জানান, এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আর কোন বাস বাজারে প্রবেশ করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, বুধবার (১৯ফেব্রুয়ারী) থেকে বাস টার্মিনাল হতে সব বাস ছাড়া হবে। তিনি জানান, নিহত শিশু পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার অনুদান দেয়া হবে।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এসে তা নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তা দিতে মোতায়েন করা হয়- সেনাবাহিনী।
বিকালে বাস চালকের শাস্তির দাবি জানিয়ে এক বিক্ষোভ সমাবেশ আয়োজন করে স্থানীয় বিক্ষোদ্ধ জনতা।
প্রাথমিক বিদ্যালয় গেটের সম্মুখে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এতে সংহতি প্রকাশ করে রুমা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী বলেন, শিশু মথি ত্রিপুরা মৃত্যু সবাই কাঁদায়েছে। তাই তার হত্যাকারীর যাতে সঠিক শাস্তি হয় এ ব্যাপারে আপ্রাণ চেষ্টা করে সহযোগিতা করবেন এবং সুস্থভাবে বিচার পাবার জন্য সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
রুমা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মংমং মারমার সভাপতিত্বে এতে বক্তব্য দেন ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি অনাচন্দ্র ত্রিপুরা, রুমা সদর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার জনমনে ত্রিপুরা মংমিন মারমা ও ডমং মারমা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকেরা জানায়, পুলিশ ময়না তদন্তের জন্য শিশুটির মরদেহ মঙ্গলবার বান্দরবান জেলা সদরে নিয়ে যাওয়া হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।