1. khageshprati@gmail.com : khageshprati Lama : khageshprati Lama
  2. paharerkonthosor@gmail.com : পাহাড়ের কণ্ঠস্বর : পাহাড়ের কণ্ঠস্বর
  3. info@www.paharerkonthosor.com : পাহাড়ের কণ্ঠস্বর :
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
লামা বাজারে গভীর রাতে এক কাপড়ের দোকানের তালা ভেঙ্গে ৩৪ লক্ষ টাকার মালামাল লুটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের পর সংবাদ সম্মেলন করেছে লামায় অসহায় নারীর ভোগদখলীয় জমি জোরপূর্বক জবর দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নুর নাহার বমুবিলছড়ি ইউনিয়নে ১০শতক জমির দখল নিয়ে সংঘর্ষে ধারালো দায়ের কুপে উভয় পক্ষের ৬জন গুরুতর আহত লামায় খালের পাড় থেকে অবৈধ ভাবে এক্সাভেটর দিয়ে মাটি কাটার অপরাধে এক ব্যাক্তিকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে সাংবাদিকের সঙ্গে প্রেম করার যে ১১ সুবিধা মারাইংতং পাহাড়ে ভূমি দস্যু হেডম্যান মংক্যনু মার্মা ও উঃ উইচারা ভান্তে সাঙ্গু মৌজার গরীব ম্রো জনগোষ্ঠীর জুম চাষের ভূমি জবর দখল করার প্রতিবাদে লামায় মানববন্ধন এইচএসসি’তে বান্দরবান জেলায় একমাত্র শতভাগ পাশ কোয়ান্টাম কসমো কলেজ, ৬২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ (A+) পেয়েছে ৩১ জন এবং A পেয়েছে ৩১ জন লামায় মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয় পেলেন ভূমিহীন পরিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থী শরিফুল ইসলাম লামায় নদীতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ

লামায় ৭০ বছরের বৃদ্ধ কৃষকের রোপিত ১০২টি লাউ গাছের গোড়া উপড়ে ফেলে কেটে দিয়েছে দুর্বৃত্তরা

পাহাড়ের কণ্ঠস্বর
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামাঃ
লামায় ৭০ বছরের বৃদ্ধ এক কৃষকের ২০শতক জায়গায় রোপিত ১শত ২টি লাউ গাছের গোড়া উপড়ে ফেলে কেটে দিলো দুর্বৃত্তরা। এ কারণে সর্বশান্ত হয়ে গেছে বৃদ্ধ কৃষক বাদশা। সাধের লাউ নিয়ে আর স্বপ্ন দেখা হলো না বৃদ্ধ কৃষকের। চারাগাছ ছোট থেকে বড়ও হয়েছিল। কিন্তু গাছগুলো কারা যেন কেটে ফেলেছে। বর্গা নিয়ে চাষ করা জমির সকল লাউ গাছে ফলন ধরেছে বেশ। কিন্তু দু-একদিনের মধ্যে লাউ বাজারজাত করার আগেই মাটি থেকে গোড়া উপড়ে আবার কিছু গোড়ায় কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে ২০ সেপ্টেম্বর রোজ শনিবার
দিবাগত রাতের যে কোনো কোন এক সময় বান্দরবানের লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের টিয়ারঝিরি গ্রামে এই ঘটনা ঘটে। অথচ বৃদ্ধ কৃষক আগের দিন সন্ধ্যা বেলায় সকলকে লাউ এর ডগা দেখেই ফিরে ছিলেন ঘরে। কিন্তু সকালে এমন অবস্থা দেখে দিশাহারা হয়ে পড়েছেন বৃদ্ধ বাদশা মিয়া।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ৭০ সয়সি বৃদ্ধ কৃষক বাদশার ২০ শতক লাউ ক্ষেতের ১শত ২টি গাছের প্রতিটি ডগায় ডগায় কচি লাউ ঝুলছে। কিছুদিন পর এসব লাউ বাজারে বিক্রি করার স্বপ্ন ছিল তার। কিন্তু শনিবার সকালে ক্ষেতে গিয়ে দেখেন মাচার গাছগুলো নুঁইয়ে পড়েছে। প্রথমে ভেবেছিলেন রোদের কারণে এমনটা হয়েছে। কিন্তু পরে গাছের গোড়া উপড়ে ফেলার দৃশ্য দেখে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন কৃষক বাদশা।

বৃদ্ধ কৃষক বাদশাহ সাথে কথা বলে জানা গেছে, লাউ চাষে খরচ হয়েছে অনেক টাকা। ঠিকমতো বাজারে বিক্রি করতে পারলে খরচ উঠে লাভ হতো দ্বিগুণ। ঋণ করে চাষ করেছি। লাউ বাজারে বিক্রি করে ঋণের টাকা শোধ করবো বলে ভেবেছিলাম। এখন সব গাছ কেটে ফেলায় আমি এখন দিশেহারা। আমি কীভাবে ঋণ পরিশোধ করবো বুঝতেছি না। আমার সঙ্গে ওভাবে কারো শত্রুতাও নেই। কারা এভাবে আমার ২০শতক জায়গায় ১০২টি লাউ গাছের গোড়া কেটে ও উপড়ে ফললো ?

এ বিষয়ে লামা উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) মো. আশরাফুজ্জামন সোহেল বলেন, রুপসীপাড়ায় জমির লাউ গাছ উপড়ে ফেলার ঘটনাশ উপ-সহকারী কৃষি অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়ে খোঁজ খবর নিচ্ছি।

বিষয়টি নিয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, লামার রূপসীপাড়ায় ‘লাউগাছ কাটার ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।