এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামাঃ
২০২৫ এইচএসসি পরীক্ষায় কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ শতভাগ সাফল্য অর্জন করেছে। ১৬ অক্টোবর ২০২৫ প্রকাশিত হয়েছে এইচএসসির পরীক্ষার ফলাফল। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে ফলাফল প্রকাশ করা হয়।
বরাবারের মতো এইচএসসি-তে বান্দরবান জেলা পর্যায়ে প্রথম হয়েছে কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ। বান্দরবান জেলায় এইচএসসি পরীক্ষায় এ বছর অংশ নেয় ১৪ টি কলেজ। এর মধ্যে একমাত্র শতভাগ পাশ করে কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আওতাধীন ২৮১ টি কলেজের ৭ টি কলেজ শতভাগ পাস করেছে। শতভাগ উত্তীর্ণ কলেজের মধ্যে শিক্ষার্থী সংখ্যায় কোয়ান্টাম কসমো কলেজের অবস্থান(৪) চতুর্থ।
এ বছর কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ থেকে ৩টি বিভাগে ৬২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে জিপিএ-৫ (A+) পেয়েছে ৩১ জন এবং A পেয়েছে ৩১ জন।
কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের এইচএসসি ফলাফল ২০২৫ মোট পরীক্ষার্থী ৬২ জন (ছেলে ৫৪ জন, মেয়ে ৮ জন) এবং উত্তীর্ণ ৬২ জন A+ পেয়েছে ৩১ জন (ছেলে ৩০ জন, মেয়ে ১ জন ) এবং A পেয়েছে ৩১ জন (ছেলে ২৪ জন, মেয়ে ৭ জন)।
বিজ্ঞান বিভাগ অংশগ্রহণ করে মোট ১৩ জন ছেলে। এরমধ্যে A+ = ১২ জন এবং A = ১ জন।
ব্যবসায় শিক্ষা অংশগ্রহণ করে মোট ২২ জন ছেলে। এরমধ্যে A+ = ১১ জন এবং A = ১১ জন।
মানবিক বিভাগ অংশগ্রহণ করে মোট ২৭ জন। এরমধ্যে ছেলে ১৯ জন এবং মেয়ে ৮ জন। A+ পেয়েছে ৮ জন। এর মধ্যে ছেলে ৭ জন এবং মেয়ে ১ জন। A পেয়েছে ১৯ জন । এরমধ্যে ছেলে ১২ জন এবং মেয়ে ৭ জন।।