1. khageshprati@gmail.com : khageshprati Lama : khageshprati Lama
  2. paharerkonthosor@gmail.com : পাহাড়ের কণ্ঠস্বর : পাহাড়ের কণ্ঠস্বর
  3. info@www.paharerkonthosor.com : পাহাড়ের কণ্ঠস্বর :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
লামায় সীমানা গাছ কাটাকে কেন্দ্র করে এক নারীকে মারধরের পর শ্লীলতাহানী লামায় সৃজিত বাগান থেকে জোরপূর্বক গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগে লামা থানায় অভিযোগ দায়ের লামায় ৭০ বছরের বৃদ্ধ কৃষকের রোপিত ১০২টি লাউ গাছের গোড়া উপড়ে ফেলে কেটে দিয়েছে দুর্বৃত্তরা লামা স্বপ্নকানন বিদ্যাপীঠ এর ২০২৫ এস.এস.সি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন জাবির বিজয়ী হয়েছেন যাঁরা লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের টেবিল টেনিস একাডেমি ভবন ও এক্সপ্যানশন ইনিশিয়েটিভ প্রোগ্রামের উদ্বোধন লামায় স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনসহ ভরন পোষণ না দেওয়া স্বামীর বিরোদ্ধে মামলার পর সংবাদ সম্মেলন করেছে স্ত্রী ডাকসু নির্বাচনে ঢাবির দুই আদিবাসী ছাত্রী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা ও সুর্মী চাকমার কর্মপরিকল্পনা প্রকাশ লামা সরকারী মাতামূহুরী ডিগ্রি কলেজে ইভটিজিং বন্ধে লামা ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি……. রুমায় ধর্ষিতা পরিবারকে কোন ভাবে এক ঘরে করা যাবে না, দেওয়া যাবেনা কোন রকম হুমকি………. লেফটেন্যান্ট কর্নেল মোঃ আলমগীর হোসেন

লামার রূপসীপাড়ায় জায়গা জবর দখল বন্ধে অসহায় বৃদ্ধ রিনা পারভীন মামলা করলেও বিবাদীরা আইন না মেনে গাছ কেটে নিয়ে যাচ্ছে

পাহাড়ের কণ্ঠস্বর
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধিঃ গত ৪৫ বছর পূর্বে সরকারের দেওয়া পাঁচ একর জমির উপর রিনা পারভীনের পিতা মৃত আনোয়ার আলী সৃজিত বাগান করে ভোগ দখলে থেকে বসবাস করে আসছিলো। গত তিন মাস পূর্বে সকাল ১০ ঘটিকার সময় মোঃ সিরাজ মোল্লার (৫৫) এর নেতৃত্ব লোকজন নিয়ে জোর করে ১১২টি গাছ কেটে নিয়ে যায় এবং ঘর নির্মানের চেষ্টা করে। এ ঘটনার পর বৃদ্ধ রিনা পারভীন লামা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে দায়ের করা মামলা সূত্রে জানাগেছে, মামলার বাদী রিনা পারভীনের(৫৬), পিতা- আনোয়ার মুন্সির নামে লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ২৯৪নং দরদরী মৌজার হোল্ডিং নং- আর/১০৮৪ এর আন্দর ৫ একর ৩য় শ্রেণীর জমি ১৯৮১-৮২ সনের ৭৯১নং বন্দোবস্তি মূলে পিতার ওয়ারিশসূত্রে স্বত্ববান হয়ে তৌজিভুক্ত আছে। বাদী পক্ষ বন্দোবস্তি পাওয়ার পর থেকে ওয়ারিশগণ উক্ত জায়গা বহু অর্থ ও কায়িক পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের বাগান সৃজন করে শান্তি পূর্ণভাবে ভোগ দখলে আছে। এ কারণে বিবাদীগণ দীর্ঘদিন যাবৎ জনে বলে বলিয়ান হয়ে আমার নামীয় ও ভোগ দখলীয় জায়গা নিম্ন তফশীলোক্ত জায়গার প্রতি দূলোর্ভের বশবর্তী হয়ে জোর জবরদস্তি জায়গা দখলের উদ্দেশ্যে উল্ল্যেখিত বিবাদীগণ মোঃ সিরাজ মোল্লা (৫৫), পিতা- মৃত জব্বার মোল্লা, মোঃ রশিদ মোল্লা (৫৬), পিতা- মৃত হাসেম মোল্লা, মোঃ আসাদুল (৩০), মোঃ ইকবাল (২৭), উভয় পিতা- মোঃ রশিদ মোল্লা, সুপিয়া (৪৫), পিতা- মৃত জব্বার মোল্লা, শেলিনা (২৩), স্বামী- আশাফুল, সর্বসাং- উথাই পাড়া, ৬নং ওয়ার্ড, ৬নং রূপসী পাড়া ইউনিয়ন, লামা, বান্দরবানসহ অজ্ঞাতনামা অজ্ঞাতনামা ৪/৫ জন বিবাদীগণ প্রতিনিয়ত ভয়- ভীতি, হুমকি, জুলুম, অত্যাচার ও নির্যাতন করে আসছে।ঘটনার দিন তারিখ ও সময়ে ১নং বিবাদীর নেতৃত্বে গত ১৬/১১/২০২৪খ্রি. তারিখ সকাল অনুমান ১০ ঘটিকার সময় উল্লেখিত বিবাদীগণসহ আরও ৪/৫ জন অজ্ঞাতনামা বিবাদীর হাতে ধারালো দা, লোহার রড় ও লাঠি-সোটা নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে একই উদ্দেশ্য সাধন কল্পে বিবাদীগণ নিম্নে তফশীলোক্ত জায়গাটি দখল করার জন্য ১৭টি সেগুণ গাছ কেটে নিয়ে যায় এবং ঘর নির্মানের জন্য মাটি কেটে সমান করে। এ সময় বিবাদীগণ আরও বলে ১৭/১১/২০২৪ইং আরও জনবল নিয়ে এসে উক্ত তফশীলোক্ত জায়গায় ঘর নিমার্ণ করে জায়গা জোর পূর্বক দখল করব মর্মে হুমকি প্রদর্শন করে। বিবাদীগণ তাদের নিয়োজিত ভাড়াটিয়া সন্ত্রাস বাহিনী দ্বারা অধীনের তফশীলোক্ত জায়গায় অবৈধভাবে প্রবেশ করে জোর জবর জায়গা দখল করার চেষ্টা করলে স্থানীয় লোকবল জমায়েত হলে বিবাদীগণ জায়গা হতে চলে যায়। তারা এ সময় বিবাদীগণ অধীনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করিবে এবং একা পাইলে প্রাণে হত্যা করিয়া লাশ গুম করার মতো মারাত্মক হুমকি প্রদর্শন করে।মামলার বাদীর রিনা পারভীন ও ছেলে মোঃ সাহিদুল ইসলাম বলেন, মামলা করার পর উক্ত জায়গায় উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়। কিন্তু বিবাদীগন আইন অমান্য করে গত২০/১১/২০২৪ সালে সাত ছড়ি কলা কেটে নিয়ে যায় এবং ৩জানুয়ারী ৯৫টি সেগুণ গাছ কেটে নিয়ে যায়। এ ছাড়া ১২ জানুয়ারী আসামীরা জোর করে ঘর নির্মান করে ঘরে অবস্থান শুরু করে।এদিকে মামলার বিবাদী সিরাজুল মোল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার নামে পাঁচ একর জমি রয়েছে। আমার জায়গার দুটি চৌদ্দি রয়েছে। ১ম চৌদ্দি উত্তরে- নদী, দক্ষিণে- পাহাড়, পূর্বে- বোজাদের, পশ্চিমে- মানর বাড়ী এ চৌদ্দিতে ২শতক। এ হোল্ডিংয়ের ২য় চৌদ্দি উ- পাহাড়, দ- ঝিরি, পূ- ঝিরি, প- পাহাড়। এ দুই চৌদ্দিতে মোট জায়গা পাঁচ একর। আমি এ জায়গা ভোগ দখলে রয়েছি। তিনি আরো বলেন, আমার গাছ আমি কেটেছি।লামা থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃ মিজান বলেন, আমি আদালতের নির্দেশনা অনুসারে বিবাদীদের কাছে কাগজ পৌছে দিয়েছি। এবং কোন ধরনের আইন অমান্য না করার জন্য বলে দিয়েছি। এর পরও গাছ কাটা ও বিবাদীরা ঘর নির্মানের চেষ্টা করে। আমি ঘটনাস্থলে দুইবার গিয়ে বিবাদীদের কাজ বন্ধ করে দিয়েছি। আমি চলে আসার পর বিবাদীরা কাজ শুরু করে দেয়। এ পরও আদালতের আইন অমান্য যাতে করতে না পারে সে জন্য ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানিয়ে আসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।