এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামাঃ
পার্বত্য লামায় “চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও জেকো ফাউন্ডেশন কানাডা” লায়ন্স ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটি এবং খুলশী ক্লাবের আয়োজনে সম্পুর্ন বিনামূল্যে দিনব্যাপী চক্ষুরোগীদের সেবা দেন।
৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে আড়াইটা পর্যন্ত লামা উপজেলা রূপসীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চোখে নানান রোগে আক্রান্ত মানুষকে চোখ পরীক্ষা, চশমা, ড্রপ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। এছাড়া চোখের অপারেশনের জন্য প্রাথমিকভাবে ৭০ জন নারী পুরুষ মনোনীত করা হয়।
চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটাল কর্তৃক সমাজে প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে দীর্ঘদিন ধরে বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান করে চলছেন। এই ধারাবাহিকতায় পার্বত্য লামা- আলীকদমের দূর্গম গ্রামে লায়ন্সের এই মহতি সেবা অব্যাহত আছে। চোখের ব্যয় বহুল চিকিৎসা দেয়া ছাড়াও হতদরিদ্র মানুষদেরকে শীতবস্ত্র, শিক্ষা সামগ্রীসহ নানান ধরনের সহযোগিতা
করছেন এই সংগঠনটি।
চট্টগ্রামের মেহেদী বাগের বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক, লায়ন্স সাইফুদ্দিন জালালির সার্বিক অনুপ্রেরণায় পাহাড়ি জনপদ লামা-আলীকদমের গরিব জনগোষ্ঠী বিগত কয়েক বছর ধরে এই সেবা পাচ্ছেন। লামা-আলীকদমে এর সার্বিক ব্যবস্থাপনা করে আসছেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও ছাত্র পরিষদ লামা উপজেলা শাখা।
চিকিৎসা কার্যক্রমে ছিলেন, লায়ন্স ইন্টার ন্যাশনাল জেলা-৩১৫ বি-৪ চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ হোসেন রানা, লিও ক্লাব অব চিটাগাং গোল্ডেন স্টার প্রেসিডেন্ট লিও আব্দুল্লাহ আল মামুন, ডা: আব্দুর রহমান, রেজাউল করিম সিকদার, অন্তু চক্রবর্তী, জসিম উদ্দিন, মোঃ আবছার ও জাহাঙ্গীর।
এই কার্যক্রমে রূপসীপাড়াসহ লামা উপজেলার বিভিন্ন এলাকার পাহাড়ি বাঙালি প্রায় তিন শ্ জনকে চিকিৎসা সেবা দেয়া হয়। এর মধ্যে নারীদের সংখ্যা বেশি ছিল। নারী পুরুষ মিলিয়ে ৭০ জনকে অপারেশনের জন্য মনোনীত করা হয়।
মুূল উদ্যােক্তা ও সমন্বয়ক হিসেবে ছিলেন পাবলিক ডোনার সদস্য লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতা মোঃ কামরুজ্জামান। এ সময় রূপসীপাড়া ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম সেবা কর্যক্রম তদারকি করেন। সহযোগিতায় ছিলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ লামা উপজেলা শাখার নেতৃবৃন্দ।