1. khageshprati@gmail.com : khageshprati Lama : khageshprati Lama
  2. paharerkonthosor@gmail.com : পাহাড়ের কণ্ঠস্বর : পাহাড়ের কণ্ঠস্বর
  3. info@www.paharerkonthosor.com : পাহাড়ের কণ্ঠস্বর :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী লামায় বড় ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনের হাতে ছুরিকাঘাতে যুবক খু.ন, আটক ৫ লামায় সংঘবদ্ধ দলের হামলায়  বিদ্যালয় ও বসতবাড়ী লুট, নারীকে বেঁধে শ্লিলতাহানি, বেদড়ক মারধরে প্রধান শিক্ষকসহ আহত ৫জন এসএসসিতে বান্দরবান জেলার ৫০টি বিদ্যালয়ের মধ্যে সেরা হলো লামার কোয়ান্টাম কসমো স্কুল, জিপিএ-৫ পায় ১৬ জন এবারও এসএসসিতে শতভাগ পাশ কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা লামায় ভারী বৃষ্টিপাতের কারণে পর্যটনের রিসোর্ট গুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্ধ ঘোষণা লামায় আইনজীবির বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে লামায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি আলীকদমে শামুক ঝর্ণা দেখতে গিয়ে নিখোঁজ তিন পর্যটকের মধ্যে দুই পর্যটকের উলঙ্গ অবস্থায় লাশ উদ্ধার, নিখোঁজ আছে মোঃ হাসান চৌধুরী শুভ লামায় ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ প্রতিনিধি দল লামা সদর ইউনিয়ন পরিদর্শন করেছেন

লামার আন্দারী খালের উৎপত্তিস্থলে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর উদ্যোগে নির্মানাধীন বিশাল রাবার ফ্যাক্টরী অন্যত্র সরিয়ে নিতে ইউএনও’র নিকট এলাকাবাসীর আবেদন

পাহাড়ের কণ্ঠস্বর
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন,লামাঃ

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে আন্ধারী খালে উৎপত্তিস্থলে বিশাল রাবার ফ্যাক্টরি নির্মাণের প্রাথমিক কাজ শুরু করেছে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এতে স্থানীয় কয়েক হাজার পাহাড়ী বাঙালী জনসাধারণের কৃষি মৎস্য চাষ ও দৈনন্দিন প্রয়োজন পূরণের একমাত্র পানির প্রাকৃতিক উৎস আন্ধারী খাল এর পানি দূষণের আশঙ্কা করছেন স্থানীয় জনগণ।

এলাকাবাসীর পক্ষে যারা স্বাক্ষর করেছেন- আব্দুল হালিম,রুম থুই মুরুং,মোঃ কবির হোসেন, মোঃ খোকন, আল আমিন, ফিরুচ,মোঃ রুবেল ও আব্দুল খালেক।

স্থানীয়দের লিখিত অভিযোগে জানাগেছে বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের আন্দারি খালে উৎপত্তিস্থলে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর উদ্যেগে বিশাল রাবার ফ্যাক্টরী নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে। এতে স্থানীয় কয়েক হাজার পাহাড়ী-বাঙ্গালী জনসাধারণ এর কৃষি, মৎস চাষ ও দৈনন্দিন প্রয়োজন পূরণের একমাত্র পানির প্রাকৃতিক উৎস আন্দারী খালের পানি দূষণের আশঙ্কা রয়েছে। উল্লেখ্য যে, লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর প্রায় এক হাজার ছয়শত একর জমি আছে। কিন্তু তাহারা উক্ত জমিতে ফ্যাক্টরী স্থাপন না করে স্থানীয় জনসাধারণের একমাত্র পানির ব্যবস্থা কে দূষিত করে জনজীবনে দূর্ভোগ ডেকে আনছে। যদি আন্দারি খালে উৎপত্তিস্থলে ফ্যাক্টরী নির্মান করা হয় তবে ফ্যাক্টরীর বর্জ্য খালের পানিতে মিশ্রিত হবে। এতে করে খালের পানি কৃষি কাজ, মৎস্য উৎপাদন সহ দৈনন্দিন কাজে ব্যবহারের ফলে সাধারণ লোকজন মরনব্যাধিতে আক্রান্ত হবে। তাছাড়া বাংলাদেশের সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ” এর ক্যাম্পাস নির্মানাধীন ফ্যাক্টরীর পার্শ্বে হওয়ায় শিশু কিশোর পরিবেশ দূষণের শিকার হবে। স্থানীয় জনসাধারণের একমাত্র দাবী অনতিবিলম্বে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নির্মানাধীন ফ্যাক্টরী অন্যত্র স্থাপন করতে প্রশাসনের নিকট এলাকাবাসীর গণস্বাক্ষরিত এ আবেদন করেন।

আন্ধারী খালের পাশের মুরুং পাড়ার প্রধান কারবারী রুমতুই মুরুং বলেন, এই খালটির আমাদের জীবন জীবিকার অন্যতম সহায়ক। খালটি সুপীয় পানির একমাত্র উৎস। লামা রাবার এক হাজার ছয়শত একর জমি থাকতে খালের উৎপত্তিস্থলে এসে কেন ফ্যাক্টরি বানাতে হবে? তারা চায় আমরা সবাই চাষাবাদ করতে না পেরে এলাকা ছেড়ে চলে যাই? তারা জমি ও পাহাড় কাটছে।

সরই ইউনিয়নের ৮নং ওয়ার্তের সাবেক মেম্বার আব্দুল হালিম বলেন, লামা রাবারের উচিত অন্য স্থানে ফ্যাক্টরি নির্মাণ করা। না হলে রাবার ফ্যাক্টরির বর্জ্য খালের পানি দূষিত করবে।বর্জ্য মিশ্রিত খালের পানি দিয়ে চাষাবাদ ও দৈনন্দিন কাজে ব্যবহার করলে মানুষ নানা রকম মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হবে। আমি নিজেও এই খালের উপর নির্ভর। তাছাড়া বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ এর কয়েক হাজার শিশু কিশোর ও এই পরিবেশ দূষণের শিকার হবে।

স্থানীয় লোকজন জানায়, এই ফ্যাক্টরী নির্মাণ করা হচ্ছে জনবসতি, আবাসিক ও স্কুল ক্যাম্পাস এর খুব কাছেই। অনতিবিলম্বে ফ্যাক্টরি অন্যত্র স্থাপনের জোর দাবি জানান সরই এর জনগণ।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, পরিবেশের ক্ষতি এবং পানির উৎস নষ্ট হয় এমন কাজ করতে দেয়া হবেনা। স্থানীয় লোকজনের অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।