এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামাঃ
২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা শতভাগ পাশের ধারা অব্যাহত রেখেছে। এবার বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে মোট ৯৭ জন কোয়ান্টা এসএসসি-তে অংশ নিয়ে ৯৭ জনই সফলভাবে উত্তীর্ণ হয়েছে।
বিজ্ঞান বিভাগের ৩১ জন কোয়ান্টার মধ্যে ১৫ জন এ প্লাস এবং ১৬ জন এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।
এ ছাড়া মানবিক বিভাগ থেকে অংশ নেয় ৩১ জন। তাদের মধ্যে একজন এ প্লাস, ২৫ জন এ এবং পাঁচ জন এ মাইনাস পেয়েছে।
বাণিজ্য বিভাগের ৩৫ জনের মধ্যে ২৯ জন এ এবং চার জন এ মাইনাস এবং দুইজন বি গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
ভোকেশনাল থেকে অংশ গ্রহন করে ৫১ জন কোয়ান্টা। তাদের মধ্যে থেকে ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন বিভাগ থেকে ১২ জন এ প্লাস, ১২ জন এ পেয়েছে। উড ওয়ার্কিং বিভাগ থেকে ২ জন এ প্লাস, ২৪ জন এ পেয়েছে।