1. khageshprati@gmail.com : khageshprati Lama : khageshprati Lama
  2. paharerkonthosor@gmail.com : পাহাড়ের কণ্ঠস্বর : পাহাড়ের কণ্ঠস্বর
  3. info@www.paharerkonthosor.com : পাহাড়ের কণ্ঠস্বর :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
লামায় সীমানা গাছ কাটাকে কেন্দ্র করে এক নারীকে মারধরের পর শ্লীলতাহানী লামায় সৃজিত বাগান থেকে জোরপূর্বক গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগে লামা থানায় অভিযোগ দায়ের লামায় ৭০ বছরের বৃদ্ধ কৃষকের রোপিত ১০২টি লাউ গাছের গোড়া উপড়ে ফেলে কেটে দিয়েছে দুর্বৃত্তরা লামা স্বপ্নকানন বিদ্যাপীঠ এর ২০২৫ এস.এস.সি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন জাবির বিজয়ী হয়েছেন যাঁরা লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের টেবিল টেনিস একাডেমি ভবন ও এক্সপ্যানশন ইনিশিয়েটিভ প্রোগ্রামের উদ্বোধন লামায় স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনসহ ভরন পোষণ না দেওয়া স্বামীর বিরোদ্ধে মামলার পর সংবাদ সম্মেলন করেছে স্ত্রী ডাকসু নির্বাচনে ঢাবির দুই আদিবাসী ছাত্রী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা ও সুর্মী চাকমার কর্মপরিকল্পনা প্রকাশ লামা সরকারী মাতামূহুরী ডিগ্রি কলেজে ইভটিজিং বন্ধে লামা ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি……. রুমায় ধর্ষিতা পরিবারকে কোন ভাবে এক ঘরে করা যাবে না, দেওয়া যাবেনা কোন রকম হুমকি………. লেফটেন্যান্ট কর্নেল মোঃ আলমগীর হোসেন

লামায় স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনসহ ভরন পোষণ না দেওয়া স্বামীর বিরোদ্ধে মামলার পর সংবাদ সম্মেলন করেছে স্ত্রী

পাহাড়ের কণ্ঠস্বর
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধিঃ
লামায় ৫০ বছর বয়সী গৃহবধু কামনা রানী বড়ুয়াকে অন্যায় ভাবে শারীরিক ও মানসিক নির্যাতনসহ ভরন পোষণ না দেওয়ায় অভিযোগ এনে স্বামী চিত্ত রঞ্জন বড়ুয়ার বিরোদ্ধে  ভরন পোষণসহ শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন করেছে স্ত্রী কামনা রানী বড়ুয়া।

৩১ আগষ্ট রবিবার দুপুর ১ঘটিকার সময় লামা বাজারস্থ্য কুটুমবাড়ী রেষ্টুরেন্ট হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষৃঠিত হয়।

কামনা রানী বড়ুয়া সংবাদ সম্মেলনে বলেন,
চিত্তরঞ্জন বড়ুয়া (৫৫), পিতা- মৃত নিকুঞ্জ বিহারী বন্ধুয়া, সাং- লেইংগা ঘোনা, ৪নং ওয়ার্ড, ২নং লামা সদর ইউনিয়ন, থানা- লামা, বান্দরবান পার্বত্য জেলা আমার স্বামী হয়। তিনি পেশায় একজন পিটিশন রাইটার। আমার স্বামী দীর্ঘদিন পূর্বে হইতে আমার ভরণপোষন ও চিকিৎসা খরচ প্রদান করা হইতে বিরত আছে। আমি এলাকার পাড়া প্রতিবেশী ও দানশীল ব্যক্তিবর্গের শরণাপন্ন হয়ে কোনরকম দুঃখ কষ্টের মধ্যে দিয়ে নিজের ভরণপোষন এবং চিকিৎসা খরচ বহন করিয়া আসিতেছি। ইহা ছাড়াও আমার পালিত প্রায় ৮টি গরু আমার অজান্তে বিক্রয় করে ফেলে। এতদসত্ত্বেও আমাকে ভরণ পোষন না দিয়ে তাহার অর্জিত টাকা পয়সা বিভিন্ন অসামাজিক খাতে খরচ করে। আসামীর উল্লেখিত কর্মকান্ড নিয়ে লামা উপজেলা রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে অসংখ্যবার বিচার সালিশ হলেও আমার স্বামী স্থানীয় বিচার সালিশ মানে না। গত ১৭/০১/২০২৫ইং এবং ২৭/০৫/২০২৫ইং তারিখেও আমার স্বামীর নিকট ভরণপোষন চাইলে এবং আমার গরু বিক্রয় করে দেওয়া বাবদ টাকা দাবী করিলে উক্ত বিষয়কে কেন্দ্র করে আমাকে নির্মমভাবে মারধর করিয়া গুরুতর জখম করিলে আমি লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হইতে চিকিৎসা গ্রহণ করি। ঘটনার তারিখ ও সময়ে অর্থাৎ গত ০৫/০৭/২০২৫ইং তারিখ সকাল অনুমান ৯.০০ ঘটিকার সময় লামা থানাধীন লেইংগা ঘোনাস্থ আমার বাগানে গেলে তথায় দেখিতে পাইয়া আসামীর নিকট আমার ভরণপোষণ, চিকিৎসা খরচ এবং আমার পালিত গরু বিক্রয়ের টাকা চাহিলে আসামী আমার সাথে দুর্ব্যবহার করিয়া আমাকে কোন ভরণপোষন ও চিকিৎসা খরচ দিবে না এবং গরু বিক্রয়ের টাকাও দিবে না মর্মে জানায়। এতে আমি প্রতিবাদ করিলে আসামী আমাকে শরীরের সর্বাঙ্গে এলোপাতাড়ি কিল, ঘুষি মারার কারণে আমার বাম কানে রক্ত পুঁজ বের হয় এবং বাম পাশের দাঁত ভেঙে যায়। আসামি আমার কোন চিকিৎসা না করায় আমার শারীরিক অবস্থান খুব খারাপ হয়ে যায়। আসামীকে চিকিৎসা করাইতে বলিলে আসামী বলে যে, “তুই মরে যা, তোর চিকিৎসা করাবো না।” ইহা ছাড়াও বেশি বাড়াবাড়ি করিলে আমাকে প্রাণে হত্যা করিয়া লাশ গুম করিয়া ফেলিবে এবং মারধর করিয়া গুরুতর জখম করিবে মর্মে মারাত্মক প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। ঘটনার সময় উপস্থিত লোকজনের সহযোগীতায় আমি লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করি। আমি গত ০৫/০৭/২০২৫ইং তারিখ হইতে ০৭/০৭/২০২৫ইং তারিখ পর্যন্ত লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলাম। উক্ত বিষয়ে আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবগত করিয়া আসামীর সাথে আপোষের চেষ্টা করে ব্যর্থ হয়ে গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিলে গত  ২১/০৭ ইং তারিখ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, লামা, বান্দরবান পার্বত্য জেলায় একটি ফৌজদারী অভিযোগ দায়ের করি। ধারা: ৩২৩/৩২৫/৩৭৯/৫০৬(২) দন্ডবিধি।

এদিকে স্বামী চিত্তরঞ্জন বড়ুয়া স্ত্রীর করা সংবাদ সম্মেলনের বিষয়ে বলেন, আমার স্ত্রী কামনা রানী বড়ুয়া আমার বিরোদ্ধে যে অভিযোগ করেছে তা সত্য নয়। একপ্রকার মানসিক ভারসাম্যহীন সে(স্ত্রী)।আমার বিরোদ্ধে একটি পক্ষ আমার স্ত্রীকে দিয়ো আমার বিরোদ্ধে অপ্রপ্রচার চালায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।