1. khageshprati@gmail.com : khageshprati Lama : khageshprati Lama
  2. paharerkonthosor@gmail.com : পাহাড়ের কণ্ঠস্বর : পাহাড়ের কণ্ঠস্বর
  3. info@www.paharerkonthosor.com : পাহাড়ের কণ্ঠস্বর :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
লামায় সীমানা গাছ কাটাকে কেন্দ্র করে এক নারীকে মারধরের পর শ্লীলতাহানী লামায় সৃজিত বাগান থেকে জোরপূর্বক গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগে লামা থানায় অভিযোগ দায়ের লামায় ৭০ বছরের বৃদ্ধ কৃষকের রোপিত ১০২টি লাউ গাছের গোড়া উপড়ে ফেলে কেটে দিয়েছে দুর্বৃত্তরা লামা স্বপ্নকানন বিদ্যাপীঠ এর ২০২৫ এস.এস.সি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন জাবির বিজয়ী হয়েছেন যাঁরা লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের টেবিল টেনিস একাডেমি ভবন ও এক্সপ্যানশন ইনিশিয়েটিভ প্রোগ্রামের উদ্বোধন লামায় স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনসহ ভরন পোষণ না দেওয়া স্বামীর বিরোদ্ধে মামলার পর সংবাদ সম্মেলন করেছে স্ত্রী ডাকসু নির্বাচনে ঢাবির দুই আদিবাসী ছাত্রী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা ও সুর্মী চাকমার কর্মপরিকল্পনা প্রকাশ লামা সরকারী মাতামূহুরী ডিগ্রি কলেজে ইভটিজিং বন্ধে লামা ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি……. রুমায় ধর্ষিতা পরিবারকে কোন ভাবে এক ঘরে করা যাবে না, দেওয়া যাবেনা কোন রকম হুমকি………. লেফটেন্যান্ট কর্নেল মোঃ আলমগীর হোসেন

লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের টেবিল টেনিস একাডেমি ভবন ও এক্সপ্যানশন ইনিশিয়েটিভ প্রোগ্রামের উদ্বোধন

পাহাড়ের কণ্ঠস্বর
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"enhance":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামাঃ

লামা উপজেলায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের নবনির্মিত টেবিল টেনিস একাডেমি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই সাথে এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্যে নির্মিত টিটি একাডেমি ভবন কেন্দ্রীক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের টেবিল টেনিস এক্সপ্যানশন ইনিশিয়েটিভ (টিটিইআই) প্রোগ্রাম এর (বান্দরবান) আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গত ৩০ আগষ্ট এ সব উদ্ভোধন করেন জনাব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, চেয়ারম্যান (অতিরিক্ত সচিব), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সদস্য-সচিব, পুলিশ সংস্কার কমিশন এবং চেয়ারপার্সন, টেবিল টেনিস এক্সপ্যানশন ইনিশিয়েটিভ (টিটিইআই) প্রোগ্রাম।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান জনাব মোঃ সাইদুল হক সাদি, একাধিকবারের সাবেক জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন ও জাতীয় এ্যাওয়ার্ড প্রাপ্ত ক্রীড়াবিদ এবং চেয়ারম্যান, ব্রাইট পাওয়ার টেক লিমিটেড।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, পরিচালক (যুগ্মসচিব): প্রশাসন ও অডিট আইন, বিআরটিএ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ বিমানের পাইলট জনাব ক্যাপ্টেন এ.এম. মাকসুদ আহমেদ সনেট, সাধারণ সম্পাদক, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। এছাড়াও জনাব মুহাম্মদ মাসুম বিল্লাহ, উপ-পরিচালক (উপ-সচিব): প্রশাসন, বিআরটিএ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনাব আল মারুফ এনায়েত হোসেন, উপদেষ্টা, টেবিল টেনিস এক্সপ্যানশন ইনিশিয়েটিভ(টিটিইআই); জনাব বখতিয়ার মাহমুদ সোহেল, উপদেষ্টা, টেবিল টেনিস এক্সপ্যানশন ইনিশিয়েটিভ(টিটিইআই); জনাব আলী ইকরাম সাকি, প্রথম ভাইস প্রেসিডেন্ট, ব্যাংক এশিয়া; জনাব শিহাব উদ্দিন খান, ডিরেক্টর, বিজ ডেভেলপমেন্ট কসমিক কনসালটেন্সি; বাংলাদেশ টেবিল টেনিস ফেল্ডারেশনের জাতীয় কোচ জনাব মোহাম্মদ আলী; চট্টগ্রামের স্বনামধন্য টেবিল টেনিস কোচ জনাব নোমান সুফিয়ান, জনাব আবেদ হোসেন ফারুকউপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শামীম আরা রিনি, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বান্দরবান পার্বত্য জেলা। প্রোগ্রামটি সফলভাবে বাস্তবায়নের জন্যে সার্বক্ষণিক পরামর্শ, যোগাযোগ ও প্রোগ্রামস্থলগুলো প্রোগ্রাম পূর্ববর্তী পরিদর্শনে ছিলেন,মোঃ মঈন উদ্দিন উপজেলা নির্বাহী অফিসার, লামা উপজেলা ও জয়া দত্ত, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট(শিক্ষানবিশ) স্থানীয় সরকার শাখা, তথ্য ও অভিযোগ শাখা, শিক্ষা ও কল্যাণ শাখা এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষানবিশ) এবং তথ্য প্রদানকারী কর্মকর্তা, বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়; রুবায়েত আহমেদ, সহকারী কমিশনার (ভূমি), লামা উপজেলা; বিশেষ পরামর্শ প্রদান করেন মো. আমজাদ হোসেন, উপপ্রশাসনিক কর্মকর্তা (জেলা প্রশাসক মহোদয়ের গোপনীয় শাখা-অফিস, অতিরিক্ত দায়িত্ব: রাজস্ব শাখা, সহকারী-পর্যটন সেল) জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবান। এ আরো উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ।

প্রোগ্রামটির নিরাপত্তা ও প্রোটোকল প্রদান করেন লামা থানার কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি।

অনুষ্ঠানে গার্ড অব অনার প্রদানকালে বিশেষ ব্যান্ড পরিবেশন করেন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের বাদক দল। সালাম গ্রহণের পর অতিথিবৃন্দ হিকমান ক্যাম্পাস পরিদর্শন শেষে অতিথিবৃন্দ কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের নবনির্মিত টেবিল টেনিস একাডেমি ভবন উদ্বোধন করেন।
এরপর ক্ষুদে টেবিল টেনিস ক্রীড়াবিদদের উৎসাহ প্রদানের জন্যে প্রধান অতিথি ও সাবেক জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এবং গেস্ট অব অনার একাধিকবারের সাবেক জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন ও জাতীয় এ্যাওয়ার্ড প্রাপ্ত ক্রীড়াবিদ রোটারিয়ান মোঃ সাইদুল হক সাদি একটি প্রদর্শনী খেলা উপহার দেন। খেলাটি উপস্থিত সকল দর্শক উপভোগ করেন।
এরপর অতিথিবৃন্দ কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের হিকমান ক্যাম্পাসের নেয়ামাতান হলে আয়োজিত প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন। এতে অংশগ্রহণ করেন- কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের নির্বাচিত ৮ শতাধিক শিক্ষার্থী, শতাধিক শিক্ষক, ১৩৪ জন টেবিল টেনিসের ক্ষুদে ক্রীড়াবিদ, কোয়ান্টামমের বিভিন্ন স্তরের ৫৫ জন কর্মকর্তা, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, সুধীজনসহ প্রায় সহস্রাধিক ব্যক্তিবর্গ। বিশেষভাবে উল্লেখ্য যে, কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রমকে আরো বেগবান করতে কোয়ান্টাম ফাউন্ডেশন স্ব-অর্থায়নে টেবিল টেনিস একাডেমি ভবনটি নির্মাণ করা হয় বলে জানান কোয়ান্টামম কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীদের যেভাবে গড়ে তুলেছে, যেভাবে সহশিক্ষা কার্যক্রমের সুযোগ করে দিয়েছে সেজন্যে প্রতিষ্ঠানটি আসলেই প্রশংসার দাবিদার।
শিক্ষার্থীদের ফিজিক্যাল ও মেন্টাল ফিটনেসের প্রশংসা করে তিনি আরো বলেন, এই শিক্ষার্থীরা অন্যদের চেয়ে একটু আলাদা। যেহেতু টেবিল টেনিস একটি বুদ্ধিভিত্তিক খেলা, তাই খেলাটির জন্যে এরা বিশেষভাবে উপযুক্ত। এরাই পারবে দেশের পতাকাকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিতে।“

সভাপতির বক্তব্যে বান্দরবান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের উদ্দেশ্যে বলেন-কোয়ান্টাম ফাউন্ডেশন তোমাদেরকে যে আধুনিক সুযোগ সুবিধা দিচ্ছে, তোমরা তা অনুভব করবে। বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই এরকম আধুনিক সুযোগ-সুবিধা নেই। এই সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে তোমরা বিশ্ব দরবারে নিজেদের নাম উজ্জ্বল করবে।

কোয়ান্টাম শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ জনাব ছালেহ আহমেদ বলেন, জাতীয় পর্যায়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রথম অলিম্পিকে সোনা আমরা জিতবই’ প্রত্যয়টি কোয়ান্টাম উন্মোচন করে এবং এই লক্ষ্যকে সামনে রেখে কোয়ান্টামমে গ্রাউন্ড অলিম্পিয়ান প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে এরই অংশ হিসেবে শুরু করা হয় জিমন্যাস্টিকস কার্যক্রম। এর সাথে নতুন করে যুক্ত হলো টিটিইআই -এর কার্যক্রম।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন- লামা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দকে কারুমমের পণ্য উপহার দেওয়া হয়।

টিটিইআই প্রোগ্রামের পক্ষ থেকে দেওয়া হয় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ক্ষুদে টেবিল টেনিস ক্রীড়াবিদদের জন্যে ১টি টিটি টেবিল, ৮টি ব্যাট, ১০০টি বল, ১৯০টি জার্সি এবং বিভিন্ন ক্রীড়া ও শিক্ষা সামগ্রী উপহার। শেষে অতিথিবৃন্দ জিমন্যাস্টিকস পরিদর্শনসহ জিমন্যাস্ট কোয়ান্টাদের মনোমুগ্ধকর জিমন্যাস্টিকস প্রদর্শনী উপভোগের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।