1. khageshprati@gmail.com : khageshprati Lama : khageshprati Lama
  2. paharerkonthosor@gmail.com : পাহাড়ের কণ্ঠস্বর : পাহাড়ের কণ্ঠস্বর
  3. info@www.paharerkonthosor.com : পাহাড়ের কণ্ঠস্বর :
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
লামা বাজারে গভীর রাতে এক কাপড়ের দোকানের তালা ভেঙ্গে ৩৪ লক্ষ টাকার মালামাল লুটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের পর সংবাদ সম্মেলন করেছে লামায় অসহায় নারীর ভোগদখলীয় জমি জোরপূর্বক জবর দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নুর নাহার বমুবিলছড়ি ইউনিয়নে ১০শতক জমির দখল নিয়ে সংঘর্ষে ধারালো দায়ের কুপে উভয় পক্ষের ৬জন গুরুতর আহত লামায় খালের পাড় থেকে অবৈধ ভাবে এক্সাভেটর দিয়ে মাটি কাটার অপরাধে এক ব্যাক্তিকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে সাংবাদিকের সঙ্গে প্রেম করার যে ১১ সুবিধা মারাইংতং পাহাড়ে ভূমি দস্যু হেডম্যান মংক্যনু মার্মা ও উঃ উইচারা ভান্তে সাঙ্গু মৌজার গরীব ম্রো জনগোষ্ঠীর জুম চাষের ভূমি জবর দখল করার প্রতিবাদে লামায় মানববন্ধন এইচএসসি’তে বান্দরবান জেলায় একমাত্র শতভাগ পাশ কোয়ান্টাম কসমো কলেজ, ৬২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ (A+) পেয়েছে ৩১ জন এবং A পেয়েছে ৩১ জন লামায় মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয় পেলেন ভূমিহীন পরিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থী শরিফুল ইসলাম লামায় নদীতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ

লামায় সৃজিত বাগান থেকে জোরপূর্বক গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগে লামা থানায় অভিযোগ দায়ের

পাহাড়ের কণ্ঠস্বর
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে
filter: 0; jpegRotation: 90; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

লামা প্রতিনিধিঃ
বান্দরবানের লামায় জোর পূর্বক সৃজিত বাগানে অনধিকার প্রবেশ করে গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ২০ সেপ্টেম্বর শনিবার সকাল আনুমানিক ১১ঘটিকার সময় লামার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বি মুসলিম পাড়া এলাকার মৃত সিরাজের ছেলে মোঃ মামুন (৩৮), এর নেতৃত্বে  সংঘবদ্ধ হয়ে আরো অজ্ঞাত নামা স্থানীয় ও বহিরাগত ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনীকে নেতৃত্ব দিয়ে হাতে ধারালো দা, কুড়াল, গদু দা এবং গাছ কাটার বিভিন্ন সরঞ্জাম নিয়ে বাগান হইতে গাছ কাটতে শুরু করে। শনিবার গাড়ী যোগে দেড় লক্ষ টাকার গাছ নিয়ে যাওয়ার অভিযোগে ২০ সেপ্টেম্বর লামা থানায় সাঈদ আনোয়ার শামীম (৩৫) বাদী হয়ে একটি অভিযোগ করেন।

ঘটনাস্থলঃ লামা থানাধীন ০৪নং আজিজনগর ইউপির ০৯নং ওয়ার্ডস্থ বাদীর ক্রয়কৃত ও ভোগ দখলীয় ৩০৭নং চাম্বী মৌজার আর/২৮৬নং হোল্ডিং এ স্থীত বাগানে।

লামা থানায় দায়েরকৃত অভিযোগে ঘটনায় জড়িত যাদের বিবাদী করা হয় যথাক্রমে ১। মোঃ মামুন (৩৮), পিতা- মৃত সিরাজ, সাং- পূর্ব চাম্বি মুসলিম পাড়া, ০৯নং ওয়ার্ড, ২। মোঃ আমজাদ হোসেন (৪৫), পিতা- মৃত আবুল কাশেম, সাং- পূর্ব চাম্বি মুসলিম পাড়া, ০৯নং ওয়ার্ড, ৩। মোঃ ইয়াছিন (৩৪), পিতা- মৃত মোঃ শাহজাহান, সাং- পূর্ব চাম্বি আমতলী পাড়া, ০৯নং ওয়ার্ড, ৪। বাবুল সওদাগর প্র: গেইট বাবুল (৪৮), পিতা- অজ্ঞাত, সর্ব সাং- ০৪নং আজিজনগর ইউপি, থানা-লামা, বান্দরবান পার্বত্য জেলা সহ স্থানীয় ও বহিরাগত অজ্ঞাতনামাসহ আরও ১৫/২০ জন।

অভিযোগকারী(বাদী) সাঈদ আনোয়ার শামীম (৩৫), পিতা- মোঃ আবু খালেদ, সাং- বিলছড়ি মাইজ পাড়া, ০২নং ওয়ার্ড, ০৪নং বমু বিলছড়ি ইউপি, উপজেলা- চকরিয়া, জেলা- কক্সবাজার।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, বিগত ২০/০৪/২০২৩ইং তারিখ সম্পাদিত গাছের বাগান বিক্রয় চুক্তিনামা দলিল মূলে জনৈক মোঃ দিদারুল ইসলাম হইতে তাহার ক্রয়কৃত ও ভোগ দখলীয় ৩০৭নং চাম্বি মৌজার আর/২৮৬নং হোল্ডিং এর ০.৬০ (ষাট শতক) একর ৩য় শ্রেণীর জায়গায় সৃজিত সম্পূর্ণ আকাশমনি ও ম্যালেরিয়া গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ ১০ বছর মেয়াদের মধ্যে পরিপক্ক হওয়ার পর কর্তন করে বাজারজাত করার চুক্তিতে সম্পূর্ণ টাকা পরিশোধ করে উক্ত বাগানের গাছ ক্রয় করি। সেই হইতে আমি উক্ত বাগান রক্ষণাবেক্ষন করা সহ বহু টাকা খরচ করে নিয়মিত শ্রমিক নিয়োগ করে উক্ত বাগানের আগাছা পরিষ্কার করে গাছগুলো লালন পালন করে আসছি। কিন্তু বিবাদীগণ লোভের বশবর্তী হয়ে ঘটনার দিন তারিখ ও সময় অর্থাৎ ২০/০৯/২০২৫ইং তারিখ সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় ১-৪নং বিবাদীগণ অজ্ঞাত নামা স্থানীয় ও বহিরাগত ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনীকে নেতৃত্ব দিয়ে হাতে ধারালো দা, কুড়াল, গদু দা এবং গাছ কাটার বিভিন্ন সরঞ্জাম নিয়ে আমার বাগানে অনধিকার প্রবেশ করে আমার বাগান হইতে গাছ কাটতে থাকে। অতঃপর ঢাকা ল-২৩৭ নম্বরের একটি পিকআপ গাড়ি যোগে আমার বাগান হইতে ০৩ গাড়ি গাছের লগ নিয়ে যায়। যাহার আনুমানিক মূল্য-১,৫০,০০০/- টাকা হইবে। বিবাদীগণ এখনও আমার বাগানে গাছ কাটতেছে। আমি উক্ত বিষয়টি স্থানীয় সূত্রে জানতে পারি। এমতাবস্থায় যদি আমি বিবাদীগণের জোর পূর্বক গাছ কাটার কাজে বাঁধা দিতে যাই তবে বিবাদীগণ আমার সহিত মারাত্মক রক্তক্ষয়ী সংঘর্ঘ ঘটাইতে পারে বিধায় বিবাদীগণ কর্তৃক জোর পূর্বক এ জবর দখল কর্মকান্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে লামস থানায় অভিযোগ দায়ের করেন।

বিষয়টি নিয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। রবিবার ঘটনাস্থলে পুলিশ যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।