1. khageshprati@gmail.com : khageshprati Lama : khageshprati Lama
  2. paharerkonthosor@gmail.com : পাহাড়ের কণ্ঠস্বর : পাহাড়ের কণ্ঠস্বর
  3. info@www.paharerkonthosor.com : পাহাড়ের কণ্ঠস্বর :
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
লামা বাজারে গভীর রাতে এক কাপড়ের দোকানের তালা ভেঙ্গে ৩৪ লক্ষ টাকার মালামাল লুটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের পর সংবাদ সম্মেলন করেছে লামায় অসহায় নারীর ভোগদখলীয় জমি জোরপূর্বক জবর দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নুর নাহার বমুবিলছড়ি ইউনিয়নে ১০শতক জমির দখল নিয়ে সংঘর্ষে ধারালো দায়ের কুপে উভয় পক্ষের ৬জন গুরুতর আহত লামায় খালের পাড় থেকে অবৈধ ভাবে এক্সাভেটর দিয়ে মাটি কাটার অপরাধে এক ব্যাক্তিকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে সাংবাদিকের সঙ্গে প্রেম করার যে ১১ সুবিধা মারাইংতং পাহাড়ে ভূমি দস্যু হেডম্যান মংক্যনু মার্মা ও উঃ উইচারা ভান্তে সাঙ্গু মৌজার গরীব ম্রো জনগোষ্ঠীর জুম চাষের ভূমি জবর দখল করার প্রতিবাদে লামায় মানববন্ধন এইচএসসি’তে বান্দরবান জেলায় একমাত্র শতভাগ পাশ কোয়ান্টাম কসমো কলেজ, ৬২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ (A+) পেয়েছে ৩১ জন এবং A পেয়েছে ৩১ জন লামায় মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয় পেলেন ভূমিহীন পরিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থী শরিফুল ইসলাম লামায় নদীতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ

“নবমী” পূজা হলো আধ্যাত্মিকভাবে শক্তির পূর্ণতা, দূর্গা দেবীর অশুভ শক্তি বিনাশ ও মহিষাসুর বধের আগমনী বার্তা

পাহাড়ের কণ্ঠস্বর
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, বাংলাদেশঃ
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম শ্রেষ্ঠ উৎসব হলো দূর্গা পূজা। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই মহোৎসবের প্রতিটি দিনেই রয়েছে বিশেষ তাৎপর্য ও বিশেষ পূজার্চনা। এর মধ্যে মহানবমী হলো দূর্গোৎসবের একটি গুরুত্বপূর্ণ দিন। নবমীর দিনে দেবী দুর্গাকে মহাশক্তিরূপে পূজা করা হয়, যিনি দানব নিধনে বিশ্ব রক্ষার প্রতীক।

নবমী পূজার ইতিহাস ও তাৎপর্য
নবমীর পূজার নিয়মাবলী ও রীতি-নীতি
নবমীতে দেবী পূজার বিশেষ দিক
আধুনিক সমাজে নবমী পূজার গুরুত্ব
আধ্যাত্মিক ও সামাজিক তাৎপর্য।

নবমী পূজার ইতিহাসঃ
মহানবমী শব্দটি এসেছে “মহা” অর্থাৎ মহান এবং “নবমী” অর্থাৎ নবম তিথি থেকে। নবমীর দিনেই দেবী দুর্গা মহিষাসুরের সঙ্গে ভয়ংকর যুদ্ধের চূড়ান্ত রূপ ধারণ করেন। পুরাণ মতে, নবমী তিথিতেই দেবী চণ্ডিকা মহিষাসুরকে বধের জন্য সর্বশক্তি নিয়ে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হন।

এই কারণে নবমীর পূজা হলো, দেবীর অপরাজেয় শক্তির প্রতীক অশুভ শক্তির বিনাশ সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা।

নবমী পূজার সময়কাল ও তিথিঃ

বাংলা ক্যালেন্ডার অনুসারে, আশ্বিন মাসের শুক্লপক্ষের নবমী তিথিতেই এই পূজা পালিত হয়।
সাধারণত সকাল থেকে দুপুর পর্যন্ত নবমী পূজা চলে।
অনেক জায়গায় নবমীর পূজা অষ্টমীর অন্তর্গত হয়ে সন্ধ্যা বা রাত পর্যন্ত গড়ায়।
কিছু ক্ষেত্রে নবমী ও অষ্টমী একত্রে পালিত হয়, যাকে “মহাষ্টমী-নবমী” বলা হয়।

নবমী পূজার নিয়মাবলীঃ
নবমী পূজায় বিশেষ ভাবে দেবী দুর্গাকে চামুণ্ডা রূপে পূজা করা হয়। পূজার প্রক্রিয়ায় রয়েছে কিছু নির্দিষ্ট ধাপ—
১. দেবীর আয়োজন ও আসনস্থাপনঃ

দেবীকে আসনে প্রতিষ্ঠা করে পূজা শুরু হয়।
নবমীর দিনে দেবীকে শ্বেতবর্ণ বা মহাশক্তির প্রতীকী রূপে ভাবা হয়।

২. নবমী হোমঃ

নবমীর অন্যতম প্রধান আচার হলো হোম বা যজ্ঞ।
অগ্নিতে আহুতি প্রদান করা হয়, যা অশুভ শক্তি বিনাশের প্রতীক।

৩. পুষ্পাঞ্জলিঃ

ভক্তরা দেবীর চরণে ফুল অর্পণ করেন।
বিশেষ মন্ত্রোচ্চারণসহ এই অঞ্জলি প্রদান করা হয়।

৪. বালিদানঃ

বহু স্থানে নবমীতে প্রতীকী বালিদান প্রথা আছে।
এখন মূলত লাউ, কুমড়া, কলা ইত্যাদি ফল দিয়ে বালির আচার সম্পন্ন হয়।

৫. কুমারী পূজা (কিছু অঞ্চলে)ঃ

অষ্টমীর মতো নবমীতেও কুমারী পূজা অনুষ্ঠিত হয়।
কন্যাশিশুকে দেবীর প্রতীক হিসেবে পূজা করা হয়।

নবমীর রীতি-নীতিঃ
অলঙ্কারিক সাজসজ্জা – নবমীর দিনে প্রতিমাকে বিশেষভাবে সাজানো হয়। শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাকঢোল বাজনার মাধ্যমে আনন্দ প্রকাশ করা হয়।

ধুনুচি নাচ – নবমীতে ধূপ-ধুনুচির আগুনে ভক্তরা দেবীর সামনে নৃত্য করেন। এটি ভক্তির প্রকাশ।

ভোগ অর্পণ – দেবীকে নানা রকম ভোগ নিবেদন করা হয়। সাধারণত—খিচুড়ি, লুচি, পায়েস, বিভিন্ন মিষ্টান্ন, ফলমূল।

সামাজিক মিলনমেলা – নবমীর দিনে প্যান্ডেলগুলোয় ভিড় হয় সর্বাধিক। মানুষজন আত্মীয়স্বজনদের সঙ্গে মিলিত হন।

নবমীর তাৎপর্য ও আধ্যাত্মিক তাৎপর্যঃ

দেবী দুর্গার শক্তির পূর্ণ প্রকাশ নবমীতে ঘটে।
ভক্তদের মনে সাহস, ভক্তি ও আত্মবিশ্বাস জন্মায়।
অশুভ শক্তির বিনাশের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠার বার্তা দেয়।

সামাজিক তাৎপর্যঃ

নবমী হলো সম্প্রীতির উৎসব।
সমাজের সব স্তরের মানুষ একত্রে পূজা উদযাপন করে।
ধর্মীয় অনুশাসনের পাশাপাশি এটি সাংস্কৃতিক ঐক্যের প্রতীক।

আধুনিক তাৎপর্যঃ

বর্তমান যুগে নবমী কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এক প্রকার সামাজিক উৎসব।

পুজো প্যান্ডেল, শিল্পকলা, আলোসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান নবমীর আনন্দ বাড়িয়ে তোলে।

নবমীর সঙ্গে যুক্ত কাহিনিঃ

পুরাণ মতে, নবমীর দিনেই দেবী দুর্গা মহিষাসুরকে চূড়ান্তভাবে বধ করার জন্য প্রস্তুত হন। অষ্টমী ও নবমীর পূজা মূলত এই যুদ্ধের দিনগুলির প্রতীকী রূপ। নবমী তাই “বিজয়ের আগমনী বার্তা” বহন করে।

দূর্গা পূজার নবমী দিনটি ভক্তদের কাছে পরম ভক্তি ও আনন্দের উৎসব। এই দিনে দেবী দুর্গার চণ্ডিকা রূপে পূজা করে মানুষ মনে করে জীবনের সকল অশুভ শক্তি দূর হয়ে যাবে এবং ন্যায় ও শান্তির প্রতিষ্ঠা হবে।

নবমী পূজা কেবল ধর্মীয় আচার নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনের এক বিশাল উৎসব। তাই নবমীর তাৎপর্য বহুমাত্রিক—আধ্যাত্মিক, সাংস্কৃতিক ও সামাজিক দিক থেকে এটি বাঙালি জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ।

নবরাত্রির নয়দিন নয় রূপে দেবীর পূজা হয়।

১ম দিন – শৈলপুত্রী।
২য় দিন – ব্রহ্মচারিণী।
৩য় দিন – চন্দ্রঘণ্টা।
৪র্থ দিন – কুষ্মাণ্ডা।
৫ম দিন – স্কন্দমাতা।
৬ষ্ঠ দিন – কাত্যায়নী।
৭ম দিন – কালরাত্রি।
৮ম দিন – মহাগৌরী।
৯ম দিন – সিদ্ধিদাত্রী।
১০ম দিন – দশহরা বা বিজয়াদশমী🔱।
এই নয়টা দিনই। আশ্বিন শুক্লা প্রতিপদ, আশ্বিন শুক্লা দ্বিতীয়া, আশ্বিন শুক্লা তৃতীয়া, আশ্বিন শুক্লা চতুর্থী, আশ্বিন শুক্লা পঞ্চমী, আশ্বিন শুক্লা ষষ্ঠী, আশ্বিন শুক্লা সপ্তমী, আশ্বিন শুক্লা অষ্টমী, আশ্বিন শুক্লা নবমী।

এক নজরে কিছু প্রশ্নঃ

১. দূর্গা পূজার নবমী কবে পালন করা হয়?

আশ্বিন মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে দেবী দুর্গার নবমী পূজা পালিত হয়। সাধারণত ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুজো চলে, তার মধ্যে নবমী হলো শেষের দিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন।

২. নবমী পূজায় দেবীর কোন রূপে পূজা হয়?

নবমীর দিনে দেবী দুর্গাকে মূলত চামুণ্ডা রূপে বা মহাশক্তির প্রতীকী রূপে পূজা করা হয়।

৩. নবমীর প্রধান আচার কী কী?
নবমীর প্রধান আচারগুলির মধ্যে রয়েছে—

নবমী হোম বা যজ্ঞ
পুষ্পাঞ্জলি প্রদান
ভোগ নিবেদন
ধুনুচি নাচ
কিছু অঞ্চলে কুমারী পূজা

৪. নবমীর তাৎপর্য কী?

নবমী হলো দেবীর অশুভ শক্তি বিনাশ ও মহিষাসুর বধের আগমনী বার্তা। এটি আধ্যাত্মিকভাবে শক্তির পূর্ণতা, সামাজিকভাবে মিলনমেলা, আর সাংস্কৃতিকভাবে এক বিশাল উৎসব।

৫. নবমী পূজার ভোগে কী দেওয়া হয়?

খিচুড়ি, লুচি, পায়েস, মিষ্টি, ফলমূলসহ নানা রকম ভোগ নিবেদন করা হয়। অনেক জায়গায় বিশেষ ভোগের আয়োজন করা হয়।

৬. নবমী ও অষ্টমীর মধ্যে পার্থক্য কী?

অষ্টমীতে দেবীর মহাষ্টমী পূজা পালিত হয় এবং বিশেষভাবে কুমারী পূজা গুরুত্ব পায়। নবমীতে দেবীর মহাশক্তি রূপে পূজা হয় ও নবমী হোম অন্যতম প্রধান আচার।

৭. নবমীতে কি বালিদান দেওয়া হয়?

আগে পশুবলির প্রচলন থাকলেও বর্তমানে প্রতীকী বালিদান (যেমন—কুমড়া, কলা, লাউ) দেওয়া হয়।

৮. আধুনিক যুগে নবমী পূজার তাৎপর্য কী?

আজকের দিনে নবমী শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি সামাজিক ঐক্য, সাংস্কৃতিক বিনোদন এবং বাঙালির মিলনমেলার এক বিশাল উৎসব।

প্রবন্ধের ছবি গুলো হলোঃ
বাংলাদেশের বান্দরবান জেলার লামা হরি মন্দিরে দূর্গা পূজার প্রতিমার ছবি।

লিখকঃ
এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন(সাংবাদিক),
বাংলাদেশ।
তারিখ- ০১-১০-২০২৫ইং।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।