1. khageshprati@gmail.com : khageshprati Lama : khageshprati Lama
  2. paharerkonthosor@gmail.com : পাহাড়ের কণ্ঠস্বর : পাহাড়ের কণ্ঠস্বর
  3. info@www.paharerkonthosor.com : পাহাড়ের কণ্ঠস্বর :
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
লামা বাজারে গভীর রাতে এক কাপড়ের দোকানের তালা ভেঙ্গে ৩৪ লক্ষ টাকার মালামাল লুটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের পর সংবাদ সম্মেলন করেছে লামায় অসহায় নারীর ভোগদখলীয় জমি জোরপূর্বক জবর দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নুর নাহার বমুবিলছড়ি ইউনিয়নে ১০শতক জমির দখল নিয়ে সংঘর্ষে ধারালো দায়ের কুপে উভয় পক্ষের ৬জন গুরুতর আহত লামায় খালের পাড় থেকে অবৈধ ভাবে এক্সাভেটর দিয়ে মাটি কাটার অপরাধে এক ব্যাক্তিকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে সাংবাদিকের সঙ্গে প্রেম করার যে ১১ সুবিধা মারাইংতং পাহাড়ে ভূমি দস্যু হেডম্যান মংক্যনু মার্মা ও উঃ উইচারা ভান্তে সাঙ্গু মৌজার গরীব ম্রো জনগোষ্ঠীর জুম চাষের ভূমি জবর দখল করার প্রতিবাদে লামায় মানববন্ধন এইচএসসি’তে বান্দরবান জেলায় একমাত্র শতভাগ পাশ কোয়ান্টাম কসমো কলেজ, ৬২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ (A+) পেয়েছে ৩১ জন এবং A পেয়েছে ৩১ জন লামায় মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয় পেলেন ভূমিহীন পরিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থী শরিফুল ইসলাম লামায় নদীতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ

লামায় অসহায় নারীর ভোগদখলীয় জমি জোরপূর্বক জবর দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নুর নাহার

পাহাড়ের কণ্ঠস্বর
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলায় অসহায় এক নারীর ভোগদখলীয় জমি জোরপূর্বক জবর দখল করার প্রতিবাদে ১২ নভেম্বর দুপুর সাড়ে ১২ ঘটিকার সময় লামা সাংবাদিক ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী নুর নাহার।

ভূক্তভোগী নুর নাহার বেগম সংবাদ সম্মেলনে বলেন, বান্দরবান পার্বত্য জেলাধীন লামা উপজেলার অন্তর্গত ২৯৫নং লামা মৌজার মেরাখোলা সাকিনের মৃত থোয়াইক্যজাই মার্মার ওয়ারিশ মংক্যহ্লা মার্মা, মাক্য মার্মা, মাব্রামে মার্মা, উইন্দা মার্মা ভিক্ষু এর নিকট থেকে তাহাদের নামীয় ও ভোগদখলীয় ও মালিকানাধীন ২৯৩নং ছাগল খাইয়া মৌজার খতিয়ান নং- ১৩৫ এর অংশে দাগ নং- ১৩৫৬ এর আন্দর ০.২৭৩২৫ একর ১ম শ্রেণীর জমি ও ১৩৬নং খতিয়ান এর আন্দর ১৩৫২নং দাগের আন্দর ০.১২৬৭৫ একর ২য় শ্রেণীর জমি সহ সর্বমোট ০.৪০ (চল্লিশ শতক) একর ১ম ও ২য় শ্রেণীর জমি  বায়নানামা দলিল নং- ৬৯১/০৮ মূলে ২০১৮ সালে খরিদ করে ভোগদকলে থেকে কলাবাগান সৃজন করি। খরিদ করার পর হইতে আমরা উক্ত জায়গায় বিভিন্ন ধরনের গাছগাছালি, কলাগাছ বাগান রোপন করে ভোগদখল করে শান্তিপূর্ণ ভোগ করে আসিতেছি।

লামা পৌরসভার ০৭নং ওয়ার্ডের মোঃ সিদ্দিকুল আলম ডন, পিতা- আবদুল হামিদ গং গত কিছুদিন ধরে আমাদের খরিদাকৃত উক্ত জায়গা তাদের বলিয়া দাবী করে গায়ের জোরে ভোগদখল করার হুমকি দিয়ে আসছিলো। তারই ধারাবাহিকতায় সিদ্দিকুল আলম ডন বাহিনী গত ০২/১১/২০২৫ ইং রোজ- বুধবার ভোর ৫.৩০ ঘটিকার সময় ৬০/৭০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী লোকজন নিয়ে আমার খরিদকৃত জায়গায় দা, লাঠি, লোহার রড সহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সজ্জিত হয়ে বেআইনী সমাবেশ গঠন করে দাঙ্গা হাঙ্গামার আশ্রয় নিয়ে দখল বেদখলের মহড়া চালায়। ঐ সময় আমার পিতা, মাতা এবং আমি ও আমার স্বামী মনির হোসেন ও ছেলে মোঃ রাসেল প্রতিবাদ করিলে সিদ্দিকুল আলম প্রকাশ ডান আমাদের উপর হামলা করে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি ও লাঠি পেটা করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। সিদ্দিকুল আলম প্রকাশ ডন ও তার বাহিনী মিলে আমার শ্লীতহানী করে। আমাকে ও আমার মা-বাবাকে প্রাণে হত্যার চেষ্টা চালায়।

নুর নাহার বেগম সংবাদ সম্মেলনে এ সমর আরো বলেন,  ঘটনার সময় আমরা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, লামায় দায়েরকৃত পিটিশন মামলা নং- ৫৬/২০২৫ এ স্থিতাবস্থা বজায় রাখার আদেশের কথা বলিলে ডন ও তার বাহিনী বলে আমরা কোন আইন-আদালত মানি না, আমরা নিজেরাই আদালত। সিদ্দিকুল আলম ডন আদালতে মামলা থাকা সত্ত্বেও আদালতের আদেশ অমান্য করিয়া আমাদের মারধর ও হত্যার চেষ্টা চালায় এবং আমাদের দখলীয় মালিকানাধীন খরিদকৃত জায়গা ১০/১১/২০২৫ ইং তারিখ সোমবার সকাল ৮.৩০ ঘটিকার সময় জবর দখলের উদ্দেশ্যে ঘেরা-বেড়া দেয়। বর্তমানে আমরা সিদ্দিকুল আলম প্রকাশ ডন বাহিনী কর্তৃক জান-মালের নিরাপত্তাহীনতায় ভোগিয়া আইনের আশ্রয় নিতে আজকের এই সংবাদ সম্মেলন করেছি।

এদিকে মোঃ সিদ্দিকুল আলম ডন  জানান, সংবাদ সম্মেলনে তাঁর বিরোদ্ধে নুর নাহারের আনিত অভিযোগ সত্য নয়। আমি আমার জায়গায় আছি। নুর নাহার বেগমের ক্ষতিয়ান অনুযায়ী আমার জায়গার পরে। সে অন্যায় ভাবে আমার ভোগ দখলীয় জায়গাটি তার বলে আমার বিরোদ্ধে অন্যায় ভাবে অভিযোগ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।